BHB Newsletter

ঔষধ প্রশাসন অধিদপ্তরে প্রদত্ত বিএইচবি-র তথ্য প্রযুক্তি সহায়তা অব্যাহত রয়েছে

ঔষধ প্রশাসন অধিদপ্তরকে বিএইচবি-র নিয়োজিত জনবল কর্তৃক প্রদত্ত তথ্য প্রযুক্তি সহায়তা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তি কর্মী অধিদপ্তরের ওয়েব সাইটে আধেয় আপলোড করে থাকেন, প্রান্তিক তথ্য প্রযুক্তি ব্যবহারকারিগণকে সহায়তা দেন; সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমস্যা সমাধান করেন; তথ্য প্রযুক্তি নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও এর নিরাপত্তা নিশ্চিত করেন; তথ্য ও উপাত্তের ব্যাকআপ নেন; মুছে যাওয়া দরকারি উপাত্ত উদ্ধার করেন; প্রান্তিক ব্যবহারকারিদের সাথে সহযোগিতামূলক কাজ করেন; এবং অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়্যাল সিস্টেম এবং ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার সংক্রান্ত কারিগরি সহায়তা প্রদান করেন।

মে-জুন ২০২৪ প্রান্তিকে প্রদত্ত সেবা নিম্নরূপঃ

  1. ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েব সাইটে আধেয় আপলোডঃ ৪৯৯
  2. কারিগরি ও দক্ষতা বৃদ্ধিমূলক সহায়তাঃ ৪৩
  3. প্রান্তিক ব্যবহারকারিকে প্রদত্ত সহায়তাঃ ১৭৫ জন কর্মকর্তা-কর্মচারি
  4. অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়্যাল সিস্টেম সংক্রান্ত সহায়তাঃ ২২৫
  5. ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েব সাইটে প্রান্তিক ব্যবহারকারিদের অভিজ্ঞতা এবং তথ্য সংগ্রহের জন্য ভার্চুয়াল সেবা বক্স সংযোজন
  6. ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভিন্ন সভার জন্য তথ্য প্রযুক্তি সহায়তা প্রদান
  7. ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের ব্যবহাকারিদের জন্য ক্রেডেনশিয়াল সরবরাহ
  8. মোবাইল ফোনে অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়্যাল সিস্টেম ও ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের ব্যবহাকারিদের নিবন্ধন মড্যুল ব্যবহার করার নিয়ম শিখিয়ে দেয়া।