BHB Newsletter

বিএইচবি-র ই-লার্নিং প্লাটফর্মের সমৃদ্ধি অব্যাহত রয়েছে

বিএইচবি-র ই-লার্নিং প্লাটফর্মটি চালু হওয়ার পর এতে ১৯টি কোর্স আপলোড করা হয়েছে। নিবন্ধিত অংশগ্রহণকারী ১,০২৮ জন। এদের অনেকেই একাধিক কোর্স সম্পন্ন করেছে। বিএইচবি ই-লার্নিং প্লাটফর্মটির এবং বিশেষতঃ এতে নুতন সংযোজিত কোর্সগুলোর ব্যবহার প্রসারের জন্য উদ্যোগ নিয়েছে। দু’টো নুতন কোর্স সংযুক্ত হয়েছে। ১২ ফেব্রুয়ারী ২০২৩ যুক্ত করা হয়েছে “বেসিক প্রিন্সিপালস অফ মেডিসিন ম্যানেজমেন্ট”। এর ১১ দিন পর ২৩ ফেব্রুয়ারী ২০২৩ যুক্ত হয়েছে “গুড ডিসপেন্সিং প্রাকটিস”। এখন পর্যন্ত প্রথম কোর্সটি সম্পন্ন করেছে ১৩১ জন। তন্মধ্যে মার্চ-এপ্রিল ২০২৩-এ করেছে ৬২ জন। এখন পর্যন্ত দ্বিতীয় কোর্সটি সম্পন্ন করেছে ৭৪ জন। তন্মধ্যে মার্চ-এপ্রিল ২০২৩-এ করেছে ৫৬ জন। প্রতিটি ই-লার্নিং কোর্সই টেক্সট ও অডিও এবং ভিডিও কনটেন্ট সমৃদ্ধ। কোন একটি কোর্সে নিবন্ধন করার পর অংশগ্রহণকারিদের বিভিন্ন পাঠক্রম শেষ করতে হয় এবং নির্ধারিতি কুইজ ও প্রশ্ন সমাধান করতে হয়। সফলভাবে কোর্স সম্পন্ন করতে পারলে তারা অনলাইনেই সনদপত্র পান। ই-লার্নিং প্লাটফর্মটির অব্যাহত উন্নয়নের ধারাবাহিকতায় পরিকল্পনা অনুযায়ী আগামী জুন ২০২৩ নাগাদ “স্টান্ডার্ড ফর দি এস্টাব্লিস্টমেন্ট এ্যান্ড অপারেশনস অফ মডেল মেডিসিন শপ” নামে নুতন একটি  কোর্স যুক্ত হবে।