বিএইচবি প্রকল্পের শুরু ২০১৮ সালে। জন্মের পর আজ অব্দি বিএইচবি বাংলাদেশের ঔষধ বিপনীতে কর্মরত ১৪,১২৯ জন ফার্মেসি পেশাজীবিকে গুড ফার্মেসি প্রাকটিসের উপর প্রশিক্ষণ প্রদান করেছে। সর্বশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনকারি ঝিনাইদহ জেলার মুরাদ আলী নামে একজন প্রশিক্ষণার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অবস্থা খারাপ হলে হৃদরোগী মুরাদ আলীকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হয়। কিন্তু, মুরাদ চিকিৎসাধীন থাকা অবস্থায় বিএইচবি-র মাঠ সহযোগী তার স্বাস্থ্যের বিষয়ে যোগাযোগ রক্ষা করে চলে। মুরাদ একটু উন্নতি লাভ করলে মাঠ সহযোগী তার সাথে হোয়াটসএ্যাপ ব্যবহার করে সরাসরি যোগাযোগ করতে থাকে এবং তার সাথে কোর্স ম্যাটেরিয়ালগুলো শেয়ার করে। মুরাদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে। কোর্স সম্পন্ন করার জন্য তাকে উৎসাহ দেয়। সুখের বিষয় কয়েকদিনের মধ্যে মুরাদ আর একটু সুস্থ বোধ করলে সে হাসপাতালের বিছানায় শুয়েই অনলাইন ক্লাসে আবারও যোগদান করে। তার দৃঢ় প্রতিজ্ঞা তাকে সফলতা এনে দেয়। সে সবগুলো কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং কোর্স সমাপ্তির সনদ লাভ করে। এই ঘটনা মানসম্পন্নভাবে প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষার্ণীদের পেশাদারিত্ব ও সক্ষমতা বৃদ্ধির জন্য যে কোন ধরণের বাধা উপেক্ষা করতে বিএইচবি-র একনিষ্ঠ প্রচেষ্টার একটি উদাহরণ।