BHB Newsletter

মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপ এক্রেডিটেশনের জন্য জাতীয় গাইডলাইন

ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক চলমান মডেল ফার্মেসি এবং মডেল  মেডিসিন শপ কর্মসূচিকে স্থায়ীত্ব প্রদানের নিমিত্ত একটি জাতীয় গাইডলাইন তৈরি করা হয়েছে। বেটার হেলথ ইন বাংলাদেশ প্রকল্প এই গাইডলাইনটি প্রস্তুত করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করেছে। এজন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্রিটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলমেন্ট অফিস (এফসিডিও)। গাইডলাইনটি ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েব পোর্টালে এই লিংকে পাওয়া যাবেঃ https://dgda.portal.gov.bd/site/notices/b92e49ba-4afa-4db4-8748-23a35bf41018/Accreditation-of-Model-Pharmacy-and-Model-Medicine-Shop