১৭ আগস্ট ২০২৪ হঠাৎ বাংলাদেশের পূর্বাঞ্চলে অতিবর্ষনজনিত আকস্মিক বন্যা দেখা দিলে বিএইচবি কর্তৃক বৎসরাধিককাল ধরে পরিচালিত ১০,০০০ ঔষধ বিপনীকে ক্রমান্বয়ে এক্রেডিটেশন সনদ প্রদানের লক্ষ্যমাত্রা (যা শেষ পর্যায়ে রয়েছে) অর্জন করার বিষয়ে উদ্বেগ দেখা দেয়। ১৬ আগস্ট ২০২৪ পর্যন্ত ৯,১৬৬টি ঔষধ বিপনীকে এক্রেডিটেশন সনদ প্রদান করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার শতকরা ৯১.৭% ভাগ। বন্যার অভাবিত দুর্যোগের মুখেও ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্মসূচি চালিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নেয়। ফলে কর্মসূচি স্থগিত করার প্রয়োজন হয়নি। বন্যা দুর্গত এলাকায় কাজের সময় মাঠকর্মীর যথাযথ নিরাপত্তা বিধান বিএইচবি-র সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। সেটি নিশ্চিত করেই কাজ চালিয়ে যাওয়া হয়েছে। এর ফলে আগস্ট ২০২৪-এর শেষ দিন পর্যন্ত এক্রেডিটেশন বৃদ্ধি পেয়ে ৯,৫৭১টিতে দাঁড়িয়েছে যা লক্ষ্যমাত্রার শতকরা ৯৫.৭% ভাগ। বন্যা শুরুর পর বৃদ্ধি পেয়েছে ৪০৫টি।