BHB Newsletter

এখন থেকে ড্রাগ লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়া কেবলমাত্র অনলাইনে সম্পন্ন হবে

ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের সকল খুচরা ঔষধের দোকানের নতুন লাইসেন্সের আবেদন এবং লাইসেন্স নবায়ন কেবলমাত্র অনলাইন প্ল্যাটফর্ম ADLRS (অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়াল ‍সিস্টেম)-এর মাধ্যমে করতে হবে বলে গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখে একটি অফিস আদেশ জারি করেছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর আরও জানিয়েছে যে, নতুন লাইসেন্সের আবেদন গ্রহণ এবং লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকরণের কাজটিও ADLRS-এর মাধ্যমে সম্পাদিত হবে।

শুধুমাত্র ADLRS-এর মাধ্যমে নতুন লাইসেন্সের আবেদন এবং লাইসেন্স নবায়ন বিষয়ক ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস আদেশ

উল্লেখ্য যে, ADLRS সফটওয়্যারটি তৈরিতে বেটার হেলথ ইন বাংলাদেশ (বিএইচবি) প্রকল্প ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কারিগরি সহায়তা দিয়েছে। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস-এর আর্থিক সহায়তায় এটি নির্মিত হয়েছে। বিএইচবি সম্প্রতি সফটওয়্যারটি অধিক ব্যবহারবান্ধব করার লক্ষ্যে আপগ্রেড করেছে। ADLRS সফটওয়্যারটি পেতে এই লিংকে ক্লিক করুনঃ https://adlrs.dgdabd.com/