এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও বন্যাজনিত স্বাস্থ্য সমস্যা নিরসনে করণীয় সম্পর্কে বিএইচবি-র সচেতনতা সৃষ্টি প্রচার

বিএইচবি-র জনসচেতনতামূলক প্রচার কর্মসূচিগুলোতে গুড ফার্মেসি প্রাকটিস, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং নব-উদ্ভুত স্বাস্থ্য পরিস্থিতি যেমন বন্যাকালীন বা বন্যা পরবর্তি কালে স্বাস্থ্য বিধি মেনে চলা ইত্যাদি বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়। ২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাস মিলিয়ে ৯৭৬,০০০ দর্শক বিএইচবি-র ফেসবুক পেজ পরিদর্শন করেছে। বিএইচবি-র ফেসবুক পেজের অনুসারী সংখ্যা ৩৩,০০০ স্পর্শ করেছে।

এন্টিবায়োটিক প্রতিরোধ সচেতনতা বিষয়ক স্টিকার

উল্লিখিত সময়ে সামাজিক মাধ্যমে এন্টিবায়োটিকের অতি ব্যবহারের ক্ষতিকর দিক এবং এন্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহার বিষয়ে মনোযোগ আকর্ষনকারী পোস্টারের মাধ্যমে সচেতনতা সৃষ্টির প্রয়াস চালানো হয়।

এন্টিবায়োটিক প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির নিমিত্ত সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে অনলাইন আলোচনা

একটি তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষনমূলক ভিডিও আলোচনা প্রচার করা হয়। এটি ছিল সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এলায়েন্সের সভাপতি অধ্যাপক ডাঃ আকরাম হোসেনের একটি জ্ঞানগর্ভ সাক্ষাৎকার। সাক্ষাৎকার নেন ডা আবু সায়েম যিনি ইউএসআইডি-র এমট্যাপস কর্মসূচির প্রাক্তন সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার।