BHB Newsletter

এফসিডিও ২০২৪ সাল পযর্ন্ত বিএইচবি প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে

এমএসএইচ-এর বিএইচবি প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বর্ধিত হয়েছে। এ বিষয়ে এফসিডিও এবং এমএসএইচ-এর মধ্যে একটি সংশোধিত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এফসিডিও-এর হিউম্যান ক্যাপিটাল টিমের দলনেতা ফাহমিদা শবনম এবং এমএসএইচ-এর সিনিয়র কন্ট্রাক্ট অফিসার আলেক্সান্দ্রা দ্যা সিলভা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে যথাক্রমে গত ১১ ও ১২ ডিসেম্বর ২০২২ চুক্তিতে স্বাক্ষর করেন। আগের চুক্তি অনুযায়ী প্রকল্পটির মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ছিল। উল্লেখ্য, বিএইচবি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচিতে কারিগরি সহায়তা দিয়ে থাকে। এছাড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশে পরিচালিত মডেল মেডিসিন শপ উদ্যোগ বিএইচবি-র প্রত্যক্ষ কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হয়। নবগঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এমআইএস সিস্টেম বাস্তবায়নেও বিএইচবি সহায়তা করছে। সংশোধিত চুক্তি অনুযায়ী বিএইচবি বিদ্যমান কর্মসূচিগুলো অব্যাহত রাখবে এবং সরকারি অংশী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধিতে অধিকতর মনোযোগ দেবে। এছাড়া ৫ম স্বাস্থ্য খাত কর্মসূচি প্রণয়ণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহায়তা প্রদান করবে। বর্ধিত মেয়াদে বিএইচবি প্রকল্পের জন্য সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণের জন্য এমএসএইচ ও বিএইচবি এফসিডিও-এর প্রতি গভীর কৃতজ্ঞা জানাচ্ছে।