এমএসএইচ-এর বিএইচবি প্রকল্প স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে

এমএসএইচ-এর বিএইচবি প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য ছিল ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচির আওতায় দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণের জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা প্রদান করা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল এসিস্ট্যান্স কমিটি কারিগরি সহায়তা প্রকল্পগুলি তদারকি ও সমন্বয় করতো। বিএইচবি প্রকল্প চলাকালে ২৯টি ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদান করা হয়েছিল।

এগুলির মধ্যে রয়েছে

  • দু’টি কৌশল ও কর্মপরিকল্পনা: (১) অসংক্রামক রোগের জন্য সামাজিক ও আচরণগত পরিবর্তন যোগাযোগ; এবং (ii) মানসিক স্বাস্থ্য
  • সিচুয়েশন এনালাইসিস ও কর্মপরিকল্পনা: (১) দক্ষতা-ভিত্তিক অ্যালাইড হেলথ ওয়ার্কফোর্স; (২) কোভিড-১৯ এর প্রতি বিশেষ দৃষ্টি নিবদ্ধ করে ন্যাশনাল ডিজিজ সার্ভেলেন্স সিস্টেম-এর পরিস্থিতি বিশ্লেষণ
  • দু’টি জাতীয় স্বাস্থ্য সমীক্ষা: (ক) কৈশোর স্বাস্থ্য সমীক্ষা; (খ) নগর স্বাস্থ্য সমীক্ষা
  • তিনটি কারিগরি প্রতিবেদন: (১) জেনেরিক নাম ও স্বল্পমূল্যের ঔষধ ব্যবহারের সপক্ষে অ্যাডভোকেসি; (১) বাংলাদেশে জেনারেল প্রাকটিস পদ্ধতি চালু করা; (৩) স্বাস্থ্য অধিদপ্তরের পুনর্গঠন
  • চারটি গুরুত্বপূণ ডিজিটাল স্বাস্থ্য সমাধান: (১) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম; (২) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য মানবসম্পদ তথ্য ব্যবস্থাপনা; (৩) স্বাস্থ্য অধিদপ্তরের ভোক্তা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা; (৪) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোভিড কল সেন্টারের কার্যক্রম উন্নয়ন
  • মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়নে ১১টি প্রকল্প প্রস্তাব; হেলথ সিটি; বর্জ্য ব্যবস্থাপনা; কার্ডিয়াক সার্জারি/কিডনি ও লিভার ট্রান্সপ্লান্ট ইত্যাদি।
  • তিনটি আন্তর্জাতিক সম্মেলন: (১) ইন্দো-প্যাসিফিক অ্যাসোসিয়েশন অফ ল মেডিসিন কনফারেন্স (২০১৯); (২) ইন্টারন্যাশনাল কমিউনিটি হেলথ ওয়ার্কার কনফারেন্স (২০১৯); এবং (৩) আন্তর্জাতিক স্বাস্থ্য অর্থনীতি সম্মেলন (২০২৩)
  • ৫,০০০ চিকিৎসকের অনবোর্ডিং ইভেন্ট (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত) (২০১৯)
  • ১৩টি টেকনিক্যাল এসিস্ট্যান্স কমিটি সভা; এইচপিএনএসপি-র মধ্য-মেয়াদী পর্যালোচনা (এমটিআর)-২০২০-এর জন্য ৪ জন পরামর্শক নিয়োগ; এইচপিএনএসপি-র বার্ষিক প্রোগ্রাম পর্যালোচনা (এপিআর) ২০১৮-এর জন্য ৩ জন পরামর্শক নিয়োগ; এবং ৪র্থ এইচপিএনএসপি’র অপারেশনাল প্ল্যান (ওপি) এবং প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা (পিআইপি) সংশোধনের জন্য টিম লিডার সহ ৪ জন পরামর্শক নিয়োগ।
  • ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য অর্থোপেডিক সার্জন, ফিজিওথেরাপিস্ট, অপারেশন বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত যুক্তরাজ্য সরকারের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের বাংলাদেশে আগমনের জন্য সহায়তা।