BHB Newsletter

ওয়ান হেলথ কনফারেন্স ২০২৩-এ বিএইচবি-র টেকনিক্যাল এ্যাডভাইজারগণের অংশগ্রহণ

কিছুদিন আগেই ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ১১তম ওয়ান হেলথ কনফারেন্স। ১২-১৪ জুন ২০২৩। তিন দিনের এই কনফারেন্সটি ছিল ওয়ান হেলথ বিষয়ে দুরদর্শী আলোচনা, উদ্ভাবনী কৌশল, হালনাগাদ অগ্রগতি ইত্যাদিতে পূর্ণ। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য ছিল “ওয়ান হেলথ এপ্রোচ ফর ট্যাকলিং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এ্যান্ড প্যান্ডেমিকস”। বিএইচবি-র ৩ জন সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার কনফারেন্সে অংশ নিয়েছিলনে। এর মাধ্যম তারা এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সর্বশেষ পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে জানার সুযোগ পেয়েছেন এবং বাংলাদেশে বিএইচবি এ বিষয়ে কিভাবে অধিকতর ভালোভাবে কাজ করতে পারে তার ধারণা লাভ করেছেন।