BHB Newsletter

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এডিএলআরএস-এর সুফল বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এডিএলআরএস (অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়্যাল সিস্টেম)-টির প্রয়োগ জনপ্রিয় এবং নিশ্চিত করতে নেতৃত্ব দিচ্ছেন। ব্রিটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় বেটার হেলথ ইন বাংলাদেশ প্রকল্প ঔষধ প্রশাসন অধিদপ্তরকে এই সফটওয়্যারটি তৈরি করে দিয়েছে। এটির মাধ্যমে ঔষধ প্রশাসন অধিদপ্তর খুঁচরা ঔষধ বিপনীগুলোকে নুতন ড্রাগ লাইসেন্স প্রদান করে এবং মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স নবায়ন করে থাকে। বর্তমানে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক ড্রাগ লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের এটিই একমাত্র মাধ্যম। ২০২৪ সালের মে এবং জুন মাসে ঢাকার সাভার এবং খুলনা ও চট্টগ্রামে পৃথক কর্মসূচিতে সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগের কর্মকর্তাদের এডিএলআরএস-এর উপর প্রশিক্ষণ প্রদান করে অধিদপ্তর। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের সিস্টেমটি ব্যবহারে দক্ষ করে তোলা এবং তাদের আগ্রহ বৃদ্ধি করা।

খুলনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের একটি সেসনের ছবি

বিষয়টিতে সবিশেষ গুরুত্ব প্রদানের নিমিত্ত ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক মোঃ ইয়াহহিয়া। সকল প্রশিক্ষণ সেসন ছিল ইন্টারএ্যাকটিভ এবং বিএইচবি-র কারিগরি টিম এগুলো পরিচালনা করে। সেসনগুলো অংশগ্রহণকারিদের জন্য ছিল সত্যিই আকর্ষনীয় এবং জ্ঞান ও দক্ষতা অর্জনমূলক।