BHB Newsletter

ঔষধ প্রশাসন অধিদপ্তরের জন্য ফার্মাডেক্স এক্সপোর্ট মডিউল

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ঔষধ রপ্তানি করে থাকে। রপ্তানীর আবেদনে ঔষধ প্রশাসনের অনুমোদন প্রয়োজন হয়। বর্তমানে পদ্ধতিটি ম্যানুয়াল অর্থাৎ ঔষধ রপ্তানি করতে ইচ্ছুক কোম্পানীগুলোকে হার্ড কপিতে আবেদন জমা দিতে হয়। এতে আবেদনকারী ও ঔষধ প্রশাসন অধিদপ্তর উভয়েরই বহু সময় লাগে এবং একটি ঝামেলাপূর্ণ কাজ। ঔষধ প্রশাসন অধিদপ্তর এই প্রক্রিয়াটিকে ডিটিজাইজ করার জন্য বিএইচবিকে অনুরোধ করেছিল। ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ-এর দু’টি প্রকল্প যথাক্রমে বিএইচবি ও এমট্যাপস এ  বিষয়ে হোম অফিসের প্রযুক্তি কর্মীদের সহায়তায় ফার্মাডেক্স সফটওয়্যার প্ল্যাটফর্মটিতে এই মডিউলটি অন্তর্ভুক্ত করার কাজ করছে। উল্লেখ্য, ফার্মাডেক্স ঔষধের তালিকা তৈরির জন্য একটি বিশেষায়িত সফটওয়্যার।