BHB Newsletter

ঔষধ বিপনীগুলোতে ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের ব্যবহার বাড়ছে

খুচরা ঔষধ বিপনীগুলো ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের সম্পূর্ণ সুবিধাগুলো কাজে লাগালে এটা তাদের জন্য একটি সার্বিক ব্যবসা বান্ধব উপায় হতে পারে। এই সফটওয়্যারের মাধ্যমে ঔষধ বিপনীর সামগ্রিক পরিচালনা ও ব্যবস্থাপনা সহজে ও সুষ্ঠভাবে করা সম্ভব। এগুলোর মধ্যে রয়েছে জনবল ব্যবস্থাপনা, ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় ব্যবস্থাপনা, বিক্রির ইনভয়েস ব্যবস্থাপনা, বিক্রি রিটার্ন, মজুদ ব্যবস্থাপনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ ট্রাকিং, আয়-ব্যয় ব্যবস্থা ইত্যাদি। সর্বশেষ ডাটা অনুযায়ী ১,২৩৮টি ঔষধ বিপনীকে ডাটাবেইজে লগ-ইন করার অনুমোদন দেয়া হয়েছে। ৭০০ ঔষধ বিপনী লগ-ইন ক্রেডেনশিয়াল পেয়েছে। ৩৩১টি ঔষধ বিপনী নিয়মিত ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করছে।

সম্প্রতি বিএইচবি-র তথ্য প্রযুক্তি উপদেষ্টা বরিশাল, ঝালকাঠি, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলাসমূহ সফর করেছেন। সফরে তিনি সফটওয়্যারটির ব্যবহার সম্পর্কে ঔষধ বিপনীগুলো থেকে জানার চেষ্টা করেন। এসব স্থানে তিনি সফটওয়্যারটির প্রসারে প্রচার চালান। সফটওয়্যারটির তিনটি ভার্সন রয়েছেঃ এনড্রয়েড, ডেস্কটপ ও অনলাইন। তিনি প্রত্যেকটি ভার্সনের ব্যবহার বিষয়েই অন-সাইট প্রশিক্ষণ প্রদান করেন। তিনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা, বিসিডিএস-এর নেতৃবৃন্দ ও অংশীজনদের এ বিষয়ে সেনটিজাইজ করেন এবং সফটওয়্যারের ড্যাশবোর্ড ও প্যানেলগুলো ধারণা দেন।