BHB Newsletter

কোভিড-১৯ নিয়ন্ত্রণে বিএইচবি

বেটার হেলথ ইন বাংলাদেশ তার দাতা সংস্থা এফসিডিওর সাথে পরামর্শক্রমে কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছেঃ সামাজিক ও গণমাধ্যমে  কোভিড-১৯ বিষয়ক সচেতনতা তৈরি, খুচরা ঔষধের বিপনীগুলোতে প্রাক-যাচাই কার্যক্রম পরিচালনার সময় তাদের কোভিড-১৯ নিয়ন্ত্রণে ভূমিকা পালন, খুচরা ঔষধ বিক্রেতাদের কোভিড-১৯ বিষয়ে প্রশিক্ষণ প্রদান, এক্রেডিটেশন সনদ প্রদানের শর্ত হিসেবে কোভিড-১৯ বিষয়ে ভূমিকা পালন, কোভিড-১৯ বিষয়ে ফার্মাসিস্টদের মধ্যে জরিপ পরচিালনা, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা প্রদান বিশেষ করে ডিজিজ সার্ভেলেন্স বিষয়ে কারিগরি সহায়তা প্রদান।  ২০২০ সালে কোভিড-১৯-এর প্রথম ঢেউয়ের সময় বেটার হেলথ ইন বাংলাদেশ প্রায় ৩ মাস ব্যাপি স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত সমন্বয় কেন্দ্রকে সার্বক্ষণিক সহায়তা প্রদান করেছে। যেমনঃ বেটার হেলথ ইন বাংলাদেশের সার্বক্ষণিক কর্মী নিয়োগের মাধ্যমে কারিগরি, সাচিবিক ও প্রশাসনিক সহায়তা প্রদান; বিভিন্ন ধরণের কোভিড-১৯ সচেতনতা সামগ্রি প্রস্তুত (গাইডলাইন, স্টান্ডার্ড অপারেশন প্রসিডিওর, টার্ম অব রেফারেন্স, হ্যান্ডবুক, ফ্লো-চার্ট, পোস্টার, লিফলেট, ব্রশিওর, ভিডিও); পত্র-যোগাযোগ; রেকর্ড কিপিং; ওয়েবসাইট ব্যবস্থাপনা; সরবরাহ ব্যবস্থাপনা ইত্যাদি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কল সেন্টার স্বাস্থ্য বাতায়ন পরিচালনায় অর্থায়ন, পার্সনাল প্রটেকটিভ সামগ্রি সরবরাহ (পিপিই, গাউন, গ্লোভস, মাস্ক, শু কভার, প্রটেক্টিভ চশমা, আর-টি পিসিআর কিট, নমুনা সংগ্রহ কিট ইত্যাদি), টেবলেট পিসি, ল্যাপটপ, প্রিন্টার, অফিস স্টেশনারী, যানবাহন এবং পরামর্শক নিয়োগ ইত্যাদি।