বিএইচবি-র একটি ফেসবুক পেজ রয়েছে। বিএইচবি সচেতনতামূলক প্রচারণা কর্মসূচিও পরিচালনা করে থাকে। নীচে কিছু পরিসংখ্যান প্রদান করা হলোঃ
ফেসবুক পেজের প্রোফাইল
- ৪০+ হাজার অনুসারি
- ২০ লক্ষ ৯ হাজার রিচ
- ৬৫০+ পোস্ট
পোস্টের সংখ্যা (জানুয়ারী ২০২৩ থেকে অক্টোবর ২০২৪ পর্যন্ত) – ২৬১টি
- ৮৮টি এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, হিট স্ট্রোক এবং ডেঙ্গু সচেতনতা বিষয়ে
- ৭৬টি গুড ফার্মেসি প্রাকটিস বিষয়ে
- ৯৭টি ই-লার্নিং কোর্স বিষয়ে
ব্লগ ও আর্টিকেল
বিএইচবি এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও গুড ফার্মেসি প্রাকটিস ইত্যাদি বিষয়ে ব্লগ ও আর্টিকেল প্রচার করেছে।
দ্বিমাসিক নিউজলেটার
২০২১ সালের জুলাই মাস থেকে বিএইচবি বাংলা এবং ইংরেজী দ্বিমাসিক ভিত্তিতে একটি অনলাইন নিউজলেটার প্রকাশ করে আসছিল। এই সংখ্যাটিই নিউজলেটারটির শেষ সংখ্যা। বাংলা ভাষার নিউজলেটারটি বিতরণ করা হতো ঔষধ বিপননে নিয়োজিত কর্মীদের মধ্যে। ইংরেজী ভাষার নিউজলেটারটি বিতরণ করা হতো দাতা সংস্থা, অংশী প্রতিষ্ঠান এবং অংশীজনদের মধ্যে যাতে সংশ্লিষ্ট সবাই প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি এবং অবদান সম্পর্কে অবহিত থাকেন।