BHB Newsletter

গুড ফার্মেসি প্রাকটিস বিষয়ে গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ানদের মধ্যে প্রশিক্ষণ হ্যান্ডবুক এবং সনদ বিতরণ

বিএইচবি গুড ফার্মেসি প্রাকটিস বিষয়ে সম্প্রতি সমাপ্ত গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ানদের প্রশিক্ষণ যে সকল অংশগ্রহণকারী সফলভাবে সমাপ্ত করেছে তাদের মধ্যে প্রশিক্ষণ হ্যান্ডবুক এবং সনদ বিতরণের কাজ শেষ করেছে। প্রশিক্ষণ শুরু হয়েছিল ২১ আহস্ট ২০২১। আর সর্বশেষ ব্যাচ প্রশিক্ষণ শেষ করেছে ২৮ মার্চ ২০২২। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রক্ষিণার্থীর সংখ্যা ছিল ৬,২০৬। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে প্রশিক্ষণ হ্যান্ডবুক ও প্রশিক্ষণ সমাপ্তির সনদপত্র বিতরণ করার কাজও সমাপ্ত হয়েছে। বিএইচবি ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ-এর একটি প্রকল্প। ব্রিটিশ সাহায্য সংস্থা এফসিডিও এতে অর্থায়ন করে থকে।

বিএইচবি-র কারিগরি উপদেষ্টা মো নুরুজ্জামান ৭-১০ সেপ্টেম্বর ২০২২ সুনামগঞ্জ ও সিলেট জেলা সফর করেন। উদ্দেশ্য ছিল প্রশিক্ষণে অংশগ্রহণকারী ঔষধ বিপননকারীগণের নিকট থেকে প্রশিক্ষণের গুনগত মান সম্পর্কে মতামত জানা। সামগ্রিকভাবে প্রশিক্ষণ গ্রহণকারীগণ প্রশিক্ষণ নিয়ে খুব খুশী। তারা মাঝে মাঝে এ ধরণের প্রশিক্ষণ আয়োজন করে তাদের সেই সব প্রশিক্ষণে অংশ গ্রহণের সুযোগ দানের সুপারিশ করেন। তারা মত প্রকাশ করেন যে এটা করা হলে তারা স্ব স্ব পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।