BHB Newsletter

গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ানদের জন্য বিএইচবি-র প্রশিক্ষণ হ্যান্ডবুক

বিএইচবি ৬,২০৬ জন গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ চলে ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী শিক্ষক, ফার্মেসী পেশাজীবি এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ফার্মেসী কাউন্সিল অফ বাংলাদেশের কর্মকর্তাগণ। ফার্মেসী কাউন্সিল অফ বাংলাদেশ কর্তৃক অনুমোদিত কারিকুলাম প্রশিক্ষণে অনুসরণ করা হয়। বিএইচবি ফার্মেসী কাউন্সিল অফ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করে গ্রেড সি ফার্মেসী টেকনিশিয়ানদের জন্য একটি প্রশিক্ষণ হ্যান্ডবুকও প্রস্তুত করেছে যা মুদ্রণ করে বর্তমানে বিতরণের কাজ চলছে। ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত ৬,২০৬ জন প্রশিক্ষণ গ্রহণকারীর মধ্যে ৩,০০০ জন প্রশিক্ষণ হ্যান্ডবুকটির মুদ্রিত কপি পেয়েছে। বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং শীঘ্রই বাকী সবার কাছে একটি করে কপি পৌছেঁ যাবে।