BHB Newsletter

চট্টগ্রাম-এর ১৯২টি বেসরকারী ওষুধের দোকানকে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক এক্রেডিটেশন সনদ প্রদান

আদর্শ মান অর্জনের শর্ত পূরণ করায় একটি বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসনের মহাপরিচালক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১৯২টি বেসরকারি ওষুধের দোকানের কাছে আনুষ্ঠানিকভাবে এক্রেডিটেশন সনদ হস্তান্তর করেন। ওষুধের দোকানগুলি এখন থেকে মডেল মেডিসিন শপ হিসাবে গণ্য হবে। ২১ অক্টোবর ২০২১ তারিখে চট্টগ্রামে এই অনুষ্ঠান হয়। সেখানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এই সফরে চট্টগ্রামে একটি নতুন মডেলের ফার্মেসিও উদ্বোধন করেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের ৪ দিনের (অক্টোবর ২০-২৩, ২০২১) চট্টগ্রাম সফর ভাল ফার্মাসি পরিসেবা অনুশীলন বিষয়ক প্রচারণা, বেশ কয়েকটি বেসরকারী ওষুধের দোকান পরিদর্শন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক ও বিসিডিএস এবং ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলির নেতৃবৃন্দের সাথে বৈঠক এ ধরণের নানা কর্মসূচিতে ঠাসা ছিল। বিএইচবি সকল পর্যায়ে, যেমন পরিকল্পনা, আয়োজন, সম্পাদন ইত্যাদিতে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। বিএইচবি দলের তিনজন সদস্য এজন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের সফর সঙ্গী হয়েছিলেন।

ওষুধ প্রশাসনের মহাপরিচালক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় একটি মডেল ফার্মাসি উদ্বোধন করেন (২৩ অক্টোবর ২০২১)

 

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের সফরকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ভাল ভাল ফার্মাসি পরিসেবা অনুশীলন প্রচারণা (২৩ অক্টোবর ২০২১)