BHB Newsletter

জাতীয় সংসদে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ পাশ

গত ৭ সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশের জাতীয় সংসদ ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ পাশ করেছে। ১৮ সেপ্টেম্বর ২০২৩ এটি সরকারি গেজেট হিসেবে প্রকাশিত হয় (২০২৩ সালের ২৯ নং আইন)। বিএইচবি-র কর্মীগণ আইনটির খসড়া প্রণয়ন ও ফাইন-টিউনিংয়ে ঔষধ প্রশাসনের কর্মকর্তাগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। আইনটিতে অবৈধভাবে ঔষধ তৈরি ও বিক্রি এবং ভুয়া ও ভেজাল ঔষধ ও কসমেটিকস বাজারজাতকরণ সংক্রান্ত ৩০ ধরণের অপরাধের সংজ্ঞা ও শাস্তি বর্ণনা করা হয়েছে। সরকারের বিনা অনুমতিতে ঔষধ তৈরি, ভুয়া ঔষধ তৈরি এবং বাজারে ঔষধের কৃত্রিম সংকট সৃষ্টির জন্য সবোর্চ্চ যাবজ্জীবন কারাদন্ডের বিধান করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণের জন্য ঔষধ অবৈধভাবে বিপনন করলে সর্বোচ্চ ১০ বছর জেল, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য সর্বোচ্চ ১ বছরের জেল এবং প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিকস ও অন্যান্য প্রেসক্রিপশন প্রয়োজন এমন ঔষধ বিক্রির জন্য সর্বোচ্চ ২০,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। আইনে ঔষধ প্রস্তুতকারী ও বিপননকারী প্রতিষ্ঠানে আবশ্যকীয়ভাবে ফার্মাসিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্ট বা ফার্মেসি টেকনিশিয়ান নিয়োগ এবং তাদের হালনাগাদ তথ্য ড্রাগ লাইসেন্সিং কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনা সন্নিবেশ করা হয়েছে।