BHB Newsletter

জামালপুর জেলার আদর্শ ঔষধ বিপনী পরিদর্শন করেছে এফসিডিও টিম

জামালপুর, ৮ নভেম্বর ২০২২। ডাঃ রশিদ জামান, ডাঃ শফিকুল ইসলাম ও মিজ ফাওজিয়া নাসরিনের সমন্বয়ে গঠিত এফসিডিও-র একটি টিম জামালপুর জেলা সদরে অবস্থিত একটি আদর্শ ঔষধ বিপনী পরিদর্শন করেন। ‘আদর্শ ঔষধ বিপনী’ কার্যক্রম এফসিডিও-র আর্থিক সহায়তায় ও বিএইচবি-র কারিগরি সহযোগিতায় পরিচালতি ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি উদ্যোগ। পরিদর্শন কালে এফসিডিও টিমের সদস্যগণ স্থানীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক গৌরি রানী বসাকের সাথেও সাক্ষাৎ ও আলোচনা করেন।

সফরকালে টিমের সদস্যগণ আদর্শ ঔষধ বিপনীগুলো আদর্শ ঔষধ বিপনন পদ্ধতি কতটা অনুসরণ করছে সেগুলো জানার চেষ্টা করে। যেমন- রেজিস্টার্ড মেডিসিন ডিসপেন্সার রয়েছেন কিনা, ঔষধ বিপনীর ফ্লোর স্পেস পর্যাপ্ত কিনা, সঠিকভাবে ঔষধ সংরক্ষণ করা হয় কিনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ কিভাবে সনাক্ত করা হয় এবং নিরাপদভাবে অপসারণ করা হয়, এন্টিবায়োটিকস রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করা হয় কিনা, ঔষধ কিনতে আসা গ্রাহকদের কাউন্সেলিং করা হয় কিনা ইত্যাদি। পরিদর্শক টিম ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাগণ আলোচনা করে জানতে চেষ্টা করেন এফসিডিও-র সহায়তা ঔষধ প্রশাসন অধিদপ্তর ও এর স্থানীয় অফিসগুলোর নিয়ন্ত্রণ সক্ষমতা বৃদ্ধি করতে কতটুকু কাজে আসছে।