BHB Newsletter

দৈনিক ইত্তেফাক পিসিবি’র অটোমেশন বিষয়ে একটি নিবন্ধ ছেপেছে

গত ১৩ জুন ২০২১ বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক ইত্তেফাক ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশের (পিসিবি) অটোমেশন বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে। বেটার হেল্‌থ ইন বাংলাদেশ পিসিবিকে কারগরি সহায়তা প্রদান করে থাকে। অটোমেশনের জন্যও কারিগরি সহায়তা প্রদান করেছে। নিবন্ধটি অটোমেশনের মাধ্যমে পিসিবির কাজ এবং অন্যান্য সামগ্রিক বিষয়ে কি কি সুবিধা হচ্ছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্য হলো একজন আবেদনকারি এখন দূর থেকেই কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে আবেদনপত্র জনমা দিতে পারেন। আবেদন প্রক্রিয়াকরণের সময় ও অসুবিধাও দূর হয়েছে অনেক গুন। নিবন্ধটি রচয়িতা পিসিবি’র সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল হক। এই প্রসঙ্গে বেটার হেলথ ইন বাংলাদেশ এফসিডিও-র প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছে। কেননা এফসিডিও আর্থিক সহায়তার ফলেই এই অটোমেশন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। নিবন্ধটি দেখতে এই লিংকে ক্লিক করুন।