BHB Newsletter

পরবর্তি বৈশ্বিক রোগ প্রাদুর্ভাবের প্রস্তুতির জন্য রোগ সার্ভেলেন্স সিস্টেম শক্তিশালী করা

কর্মমালায় আইইডিসিআর-এর পরিচালক বক্তব্য দিচ্ছেন

কোভিড-১৯-এর ভয়াবহ অভিজ্ঞতায় বিশ্বব্যাপী সরকারসমূহ নিজ নিজ দেশে শক্তিশালী রোগ সার্ভেলেন্স এবং রেসপন্স ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি যথাযথ গুরুত্ব সহকারে উপলব্ধি করেছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এই প্রেক্ষাপটে দেশের বিদ্যমান রোগ সার্ভেলেন্স এবং রেসপন্স ব্যবস্থা পর্যালোচনা করে একে আরও কিভাবে শক্তিশালী ও কার্যকর যায় সেজন্য একজন পরামর্শক নিয়োগের জন্য বিএইচবিকে অনুরোধ করে। বিএইচবি একজন পরামর্শক নিয়োগ দেয়। তিনি বিদ্যমান রোগ সার্ভেলেন্স ব্যবস্থা, কোভিড-১৯-এর অভিজ্ঞতা এবং ভবিষ্যত বৈশ্বিক রোগ প্রাদুর্ভাবের আশংকা এবং মোকাবলার উপায় ইত্যাদি সার্বিক দিক পর্যালোচনা করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করেন। গত ২১ ডিসেম্বর ২০২১ ঢাকার একটি হোটেলে আয়োজিত একটি কর্মশালায় প্রতিবেদনটি উপস্থাপন করেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের দু’জন অতিরিক্ত মহাপরিচালক; লাইন ডাইরেক্টর, রোগ নিয়ন্ত্রণ; আইইডিসিআর-এর পরিচালক, দাতা সংস্থার স্বাস্থ্য উপদেষ্টা, বিএইচবির পরিচালক ও বিশেষজ্ঞ ব্যক্তিগন উপস্থিত ছিলেন। কর্মশালার সুপারিশগুলো অন্তর্ভূক্ত করে পরামর্শক মহোদয় ২৬ ডিসেম্বর ২০২১ চুড়ান্ত প্রতিবেদনটি লাইন ডাইরেক্টর, রোগ নিয়ন্ত্রণের কাছে জমা দেন। লাইন ডাইরেক্টর, রোগ নিয়ন্ত্রণ ঐ দিনই তা গ্রহণ করেন। কাজেই এই কারগরি সহায়তাটির কাজ নির্ধারিত সময়েই শেষ হয়েছে।