BHB Newsletter

পিসিবি অটোমেশন সিস্টেমের উপর বিসিডিএস নেতৃবৃন্দের ওরিয়েন্টেশন

ফার্মাসি কাউন্সিল অব বাংলাদেশ (পিসিবি) ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) নেতৃবৃন্দের জন্য পিসিবি অটোমেশন সিস্টেমের উপর একটি ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করে। ঔষধ প্রশাসন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এই অটোমেশন সিস্টেম তৈরির জন্য পিসিবিকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিল বিএইচবি। অনুষ্ঠানে বিএইচবি-র কারিগরি উপদেষ্টা মমিনুর রহমান সিস্টেমটি সকলের সামনে প্রদর্শন করেছেন। পিসিবি অটোমেশন সিস্টেমটি মূলতঃ ওষুধ বিপনন কাজে নিয়োজিত কর্মীরা ব্যবহার করেন। এরা হলেন ফার্মাসিস্ট এবং ফার্মাসি টেকনিশিয়ান। পিসিবিতে তাদের নিবন্ধন এবং নিবন্ধন নবায়ন এই সিস্টেমের করা মাধ্যমে হয়ে। সিস্টেমটি কোনও ফার্মাসিস্ট বা ফার্মাসি টেকনিশিয়ানের বৈধ নিবন্ধন আছে কিনা বা তার নিবন্ধন হালনাগাদ কিনা তা তদারকিতে সহায়তা করে। সুতরাং বাংলাদেশের বেসরকারী ওষুধের দোকানগুলির মালিকদের সংগঠন হিসাবে বিসিডিএস-এর এই সিস্টেম সম্পর্কে আগ্রহ রয়েছে। উপস্থাপনা দেখে বিসিডিএস-এর প্রতিনিধিরা পিসিবি অটোমেশন সিস্টেমটির কার্যকারিতা এবং ব্যবহারকারির স্বাচ্ছন্দ্য নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরণের একটি উপযোগী সফটওয়্যার তৈরি করে দেয়ার বিএইচবি এবং এফসিডিও-কে ধন্যবাদ জানান।