BHB Newsletter

বাংলাদেশে এমএসএইচ-এর সিনিয়র লিডারশিপ টিমের ভ্রমণ – স্থানীয় এমএসএইচ কর্মীরা অনুপ্রাণিত

এমএসএইচ-এর সিনিয়র লিডারশিপ-এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল ২০-২৪ আগস্ট ২০২২ বাংলাদেশ ভ্রমণ করে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন গ্লোবাল হেলথ ডেলিভারি গ্রুপের দায়িত্বে রত ভাইস প্রেসিডেন্ট ডঃ এদে এদেতোসয়ে, চীফ পিপল এন্ড কালচার অফিসার কলিন ম্যাক গাফিন ও গ্লোবাল হেলথ সিস্টেমস ইনোভেশনের দায়িত্বে রত সহযোগী ভাইস প্রেসিডেন্ট ডাঃ ড্যান সোয়ার্জ। কর্মসূচিতে পরিপূর্ণ সফরটিতে ছিল এমএসএইচ কর্মীদের সকলের সাথে টাউন হল মিটিং; অংশী প্রতিষ্ঠান ও এমএসএইচ দাতা প্রতিনিধির সাথে দ্বিপাক্ষিক বৈঠক; এবং বিএইচবি উদ্যোগে সৃষ্ট মডেল ফার্মেসি পরিদর্শন। প্রতিনিধি দলটি ঔষধ প্রশাসন অধিদপ্তর পরিদর্শন করেন এবং সেখানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা করেন। আলোচনায় মহাপরিচালক বেসরকারি ঔষধ বিপনীর এক্রেডিটেশন ও মডেল ফার্মেসী কার্যক্রম, তথ্য প্রযুক্তি ও অন্যান্য বিষয়ে এমএসএইচ-এর বিভিন্ন সহযোগিতার কথা বিস্তারিতভাবে স্মরণ করেন এবং এজন্য কৃতজ্ঞতা জানান। তিনি এগুলোর উপকারিতা সম্পর্কে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করার পাশাপাশি এই সহযোগিতা দীর্ঘ মেয়াদে অব্যাহত রাখার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার অনুরোধ করেন। প্রতিনিধিদলটি ফার্মেসী কাউন্সিল অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট-এর সাথেও বৈঠক করেন। এমএসএইচ-এর সিনিয়র লিডারশিপের বাংলাদেশ ভ্রমণটি স্থানীয় এমএসএইচ কর্মীদের জন্য ছিল খুবই উৎসাহজনক এবং অনুপ্রেরণামূলক। এই সফরের ফলে কর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে যা তাদের ভবিষ্যত কাজের ফলে প্রতিফলিত হবে। এই সফর এমএসএইচ-এর অংশী সংস্থা এবং দাতাগোষ্ঠির মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।