বিএইচবি ঔষধ প্রশাসন অধিদপ্তরকে অনলাইন মডেল মেডিসিন শপ ও মডেল ফার্মেসি ডাটাবেইজ তৈরি করে দিয়েছে

ঔষধ প্রশাসন অধিদপ্তর খুচরা ঔষধ বিপনীগুলোকে এক্রেডিটেশন স্বীকৃতি প্রদানের উদ্যোগ এগিয়ে নিয়ে যাচ্ছে। এক্রেডিটেশন স্বীকৃতি অর্জনের জন্য সংশ্লিষ্ট খুচরা ঔষধ বিপনীকে সরকার নির্দেশিত নির্দিষ্ট আদর্শ মান অর্জন করতে হয়। ইতোমধ্যে বেশ কয়েক হাজার খুচরা ঔষধ বিপনীকে এক্রেডিটেশন স্বীকৃতি দিয়েছে অধিদপ্তর। মডেল মেডিসিন শপে কমপক্ষে ১২০ বর্গফুট ফ্লোর স্পেস থাকতে হয়। আর মডেল ফার্মেসির জন্য প্রয়োজন হয় কমপক্ষে ৩০০ বর্গফুট ফ্লোর স্পেস। বিএইচবি-র তথ্য প্রযুক্তি বিষয়ক সিনিয়র কারিগরি উপদেষ্টা সৈয়দ রাজিব রহমান ড্যাশবোর্ডটি তৈরি করে দিয়েছেন। ড্যাশবোর্ডটি এই লিংকে দেখা যাবেঃ

http://202.84.39.78/displayboard/model_pharmacy.php and http://202.84.39.78/displayboard/model_medicine_shop.php