বিএইচবি ঔষধ প্রশাসন অধিদপ্তরের নুতন মহাপরিচালককে স্বাগতঃ জানাচ্ছে

৯ জুলাই ২০২৪ তারিখে জারিকৃত একটি সরকারি আদেশবলে মেজর জেনারেল কাজি মোঃ রশিদুন্নবী ঔষধ প্রশাসন অধিদপ্তরের বতর্মান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের স্থলাভিষিক্ত হয়েছেন। নুতন মহাপরিচালক জনস্বাস্থ্য বিষয়ে এমপিএইচ ডিগ্রিধারি। এই আদেশ জারি হওয়ার খবর জেনে বিএইচবি-র কান্ট্রি প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফকে ফোন করেন এবং বিএইচবি-র কর্মসূচিগুলো সুন্দরভাবে বাস্তবায়নের জন্য তিনি যে সহযোগিতা প্রদান করেছেন তা স্মরণ করেন এবং সেজন্য অশেষ ধন্যবাদ জানান। জবাবে মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বিএইচবি-র কান্ট্রি প্রকল্প পরিচালক অধ্যাপক আজাদ এবং তার সহকর্মীদের সাথে নিজের চমৎকার ও বন্ধুত্বসুলভ স্মৃতিগুলো স্মরণ করেন এবং তাঁকে প্রকল্পটির কর্মসূচির মাধ্যমে দেশের জন্য কিছু অর্জন রেখে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য বিএইচবি-র প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। আমরা নুতন মহাপরিচালককে অভিনন্দন জানাচ্ছি, বিএইচবি-র সহযোগিতার অংগীকার এবং তাঁর সাফল্য কামনা করছি।