BHB Newsletter

বিএইচবি-তে নুতন প্রজেক্ট ট্রাকিং সফটওয়্যারের ব্যবহার শুরু

বিএইচবি পূর্বে ব্যবহৃত প্রজেক্ট ট্রাকিং সফটওয়্যারটি পরিবর্তন করার প্রয়োজন বোধ করছিল। এজন্য বিএইচবি-র তথ্য প্রযুক্তি বিষয়ক সিনিয়র কারিগরি উপদেষ্টা এনামুল হককে দায়িত্ব দেয়া হয়। এনামুল নিজেই নুতন একটি প্রজেক্ট ট্রাকিং সফটওয়্যার তৈরি করে ফেলেন। ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে এটির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে প্রতিটি কর্মীর কাজের তালিকা, পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু ও শেষ করার তারিখ, কাজ শেষ হওয়ার প্রকৃত তারিখ, কাজের অগ্রগতি শতকরা কত ভাগ, কাজের গতি সঠিক আছে নাকি শ্লথ হয়ে গেছে এসব পরিমাপ করা যায়। সফটওয়্যারটি ব্যবহারকারিদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তনযোগ্য। এতে আরও নুতন নুতন ফিচার যুক্ত করে এবং বিবিধ রকমের ভিজুয়ালাইজেশন টুল ব্যবহার করে এটিকে একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে উন্নীত করার আশা রাখে বিএইচবি।

আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করুন