বিএইচবি প্রকল্পের আসন্ন সমাপ্তির প্রেক্ষাপটে এমএসএইচ-এর জেনিফার গার্ডেলার সাথে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ফার্মেসি কাউন্সিলের কর্মকর্তাগনের বিনিময়

বিএইচবি প্রকল্পের মূল সংস্থা ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ (এমএসএইচ)-এর যুক্তরাষ্ট্রস্থ সদর দফতরের কর্মকর্তা জেনিফার গার্ডেলা সম্প্রতি বাংলাদেশ সফর করেন। সফরের উদ্দেশ্য ছিল বিএইচবি প্রকল্পের আসন্ন সমাপ্তি উপলক্ষে প্রকল্পের কর্মীবৃন্দকে সহায়তা প্রদান এবং স্বাস্থ্য সেবা উন্নয়নে প্রকল্পটির অবদান সম্পর্কে শিক্ষামূলক আধেয় তৈরি করা। সফরকালে তিনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এবং ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশের (পিসিবি) সহ-সভাপতি এম মোসাদ্দেক হোসেন এবং সচিব মুহাম্মদ মাহবুবুল হকের সাথে পৃথকভাবে দেখা করেন। উভয় সাক্ষাতই অনুষ্ঠিত হয় ১৩ জুন ২০২৪ তারিখে। সাক্ষাতের সময় এই কর্মকর্তাগণ বিএইচবি প্রকল্প কর্তৃক সম্পাদিত বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্পটির আওতায় নির্মিত বিভিন্ন টুলস ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং এগুলোর ভূয়সী প্রশংসা করেন। এসবের মধ্যে রয়েছে মডেল মেডিসিন শপ ও মডেল ফার্মেসির স্টান্ডার্ড তৈরি; ঔষধ বিপননকারিদের গুড ফার্মেসি প্রাকটিস সম্পর্কে প্রশিক্ষণ প্রদান; পিসিবি অটোমেশন সিস্টেম; অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়্যাল সিস্টেম; ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম; ইত্যাদি। বিএইচবি প্রকল্প কর্তৃক প্রস্তুতকৃত ট্রানজিশন প্লানের বিষয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। তবে একই সঙ্গে অর্জিত সাফল্যগুলোর স্থায়ীত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সাক্ষাতগুলো ছিল গভীর দৃষ্টিসম্পন্ন। মিজ জেনিফার বলেন যে, তিনি ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং পিসিবি-র প্রত্যাশার কথা যথাযথ বিশ্ব মাধ্যমে তুলে ধরবেন।