BHB Newsletter

বিএইচবি মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপ কর্তৃক গুড ফার্মেসি প্রাকটিস প্রতিপালন বিষয়ে গবেষনা করবে

বিএইচবি-র সহযোগিতায় ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক পরিচালিত উদ্যোগের আওতায় এক্রেডিটেশন সনদপ্রাপ্ত খুঁচরা ঔষধ বিপনীসমূহ যেগুলো মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপ হিসেবে পরিচিত সেগুলোর ঔষধ বিপননকারিরা গুড ফার্মেসি প্রাকটিস যথাযথভাবে প্রতিপালন করছে কিনা তা গবেষনা করে দেখার জন্য শীঘ্রই এজন অভিজ্ঞ জনস্বাস্থ্য গবেষক কাজ শুরু করবেন। গবেষনায় ঔষধ বিপননকারিদের বিষয়-ভিত্তিক জ্ঞান, মানসিকতা এবং আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। এক্রেডিটেশন উদ্যোগের আওতাভূক্ত ৩২টি জেলা-কেন্দ্রিক এই গবেষনায় বিএইচবি-র সহযোগিতায় সস্প্রতি প্রবর্তিত ফার্মেসি ব্যবস্থাপনা সফটওয়্যার, অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এ্যান্ড রিনিউয়াল সিস্টেম, ফার্মেসি কাউন্সিলের ডিজিটাইলাইজেশনের উপকারিতা সম্পর্কে ঔষধ বিপননকারিদের মতামত জানার চেষ্টা করা হবে। এর মাধ্যমে আলোচ্য সফটওয়্যারগুলো কোন উন্নয়ন এবং আপডেটিং প্রয়োজন হবে কিনা তা জানা যাবে।