BHB Newsletter

বিএইচবি ৪,০০০ বেসরকারি ঔষধ বিপণীকে এক্রেডিটেশন প্রদানের লক্ষ্যমাত্রার দ্বারপ্রান্তে

বেটার হেলথ ইন বাংলাদেশ (বিএইচবি) বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাথে দেশের বেসরকারি ঔষধ বিপনীগুলোকে নির্দিষ্ট মানদন্ড অর্জনের বিপরীতে এক্রেডিটেশন সনদ প্রদানের জন্য কাজ করছে। সনদপ্রাপ্ত ঔষধ বিপণীগুলো মডেল ফার্মেসী বা মডেল মেডিসিন শপ হিসেবে পরিগণিত হয়। বিএইচবি যুক্তরাষ্ট্রের ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ (এমএসএইচ)-এর একটি প্রকল্প। এক্রেডিটেশন কর্মসূচিতে সহায়তা প্রদান করছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস। এক্রেডিটেশন সনদ প্রাপ্তির জন্য বেসরকারি ঔষধ বিপণীগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ১২টি মানদন্ড অর্জন করতে হয়।

এক্রেডিটেশন সনদ প্রদানের জন্য নির্ধারিত ১২টি মানদন্ড হলোঃ

  1. বিপণীটি পরিচালনা ও ঔষধ বিক্রির জন্য বৈধ ড্রাগ লাইসেন্স থাকা
  2. একজন রেজিস্টার্ড বিপণনকারী থাকা
  3. কমপক্ষে ১২০ বর্গফুট ফ্লোর স্পেস থাকা
  4. বিপণনকারীর বিএইচবি-র গুড ফার্মেসী প্র্যাকটিস বিষয়ক প্রশিক্ষণ থাকা
  5. বিপণীতে রোগীকে পরামর্শ প্রদানের ব্যবস্থা থাকা
  6. বিপণীটি কর্তৃক উপযুক্ত চিকিৎসকের পরামর্শপত্র ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা
  7. বিপনীটি কর্তৃক বিক্রয়কৃত অ্যান্টিবায়োটিকস-এর রেজিস্টার রাখা
  8. বিপণীটিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ আলাদাভাবে রাখার জন্য লেবেলযুক্ত কনটেইনার থাকা
  9. মেয়াদোত্তীর্ণ ঔষধের রেজিস্টার থাকা
  10. বিপণীটিতে কক্ষের তাপমাত্রা পরিমাপক থার্মোমিটার থাকা
  11. বিপণীটিতে তাপমাত্রা পরিমাপক থার্মোমিটারসহ কার্যকর রেফ্রিজারেটর থাকা
  12. বিপণীটি কর্তৃক ক্রয়কৃত ঔষধপত্রের ইনভয়েস সংরক্ষণ করা

বিএইচবি বাংলাদেশের ৩২টি জেলায় এক্রেডিটেশন কার্যক্রম পরিচালনা করছে। ২০২১-২০২২ সালে ৪,০০০ বেসরকারি ঔষধ বিপণীকে এক্রেডিটেশন সনদ দেয়ার লক্ষ্যমাত্রা ছিল। বিএইচবি এজন্য নিম্নলিখিত প্রাক-কার্যক্রম সম্পন্ন করেছেঃ

  • দৈবচয়ন ভিত্তিতে নির্বাচিত ১০,৬৯৭টি বেসরকারি ঔষধ বিপণীতে প্রাক-মূল্যায়ন
  • সেগুলোর মধ্যে উপরে বর্ণিত ১২টি মানদন্ডের প্রথম ৩টি বিদ্যমান থাকা সাপেক্ষে ৬,৩৫৭টি ঔষধ বিপণীকে বাছাই করা ও কর্মরত গ্রেড সি ফার্মেসী টেকনিশিয়ানদের গুড ফার্মেসী প্রাকটিস বিষয়ে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো
  • প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৬,২০৬ জন গ্রেড সি ফার্মেসী টেকনিশিয়ানের সফলভাবে প্রশিক্ষণ সম্পাদন করা
  • প্রশিক্ষণপ্রাপ্ত গ্রেড সি ফার্মেসী টেকনিশিয়ানদের ঔষধ বিপণীগুলোতে বিএইচবি-র এক্রেডিটেশন এসোসিয়েটসগণ কর্তৃক বারংবার পরিদর্শনপূর্বক সেগুলোকে ১২টি মানদন্ডের সব কয়টি অর্জনে সহায়তা করা

পরবর্তীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলা কর্মকর্তাকে প্রস্তুত ঔষধ বিপণীগুলো পরিদর্শনের অনুরোধ জানানো হয়। পরিদর্শনে সন্তুষ্ট হলে তিনি সকল মানদন্ড অর্জনকারি ঔষধ বিপনীগুলোকে মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপ হিসেবে এক্রেডিটেশন প্রদানের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে সুপারিশ প্রদান করে থাকেন এবং অতঃপর ঔষধ প্রশাসন অধিদপ্তর এই সনদ বিতরণ করে। ২০২২ সালের ৩০ আগস্ট পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা কর্মকর্তাগণ ৪,০৭৭টি ঔষধ বিপনী পরিদর্শন করেছেন। এগুলোর মধ্যে ৩,৮৮৫টি ঔষধ বিপনীকে এক্রেডিটশন সনদ প্রদানের জন্য সুপারিশ করেছেন যা লক্ষ্যমাত্রা ৪,০০০-এর শতকরা ৯৭ ভাগ। সেপ্টেম্বর ২০২২-এর মধ্যেই লক্ষ্যমাত্রার পুরোটা অর্জিত হবে বলে বিএইচবি আশা করছে।