BHB Newsletter

বিএইচবি ৬ হাজারেরও বেশী গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ানের প্রশিক্ষণ সম্পন্ন করেছে

বিএইচবি গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ানদের জন্য পরিকল্পিত প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে। ২০২২ সালে ৪,০০০ মডেল ফার্মেসি / মডেল ওষুধের দোকান তৈরির লক্ষ্যে এই প্রশিক্ষণ ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক্রেডিটেশন কর্মসূচির অংশ। বিএইচবির লক্ষ্য ছিল ৬,০০০ গ্রেড সি ফার্মাসি টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দেয়া। ২১ আগস্ট ২০২১ থেকে প্রশিক্ষণ শুরু হয়। শেষ হয় ২৮ মার্চ ২০২২। ৬,৩৫৭ জন প্রশিক্ষণ শুরু করে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করে ৬,২০৬ জন যা লক্ষ্যমাত্রার শতকরা ১০৩ ভাগ। ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ (পিসিবি) কর্তৃক প্রণীত পাঠক্রম অনুসরণ করা হয়। এর সাথে কোভিড-১৯ বিষয়ক পাঠ্যক্রমও যুক্ত করা হয়। কোভিড-১৯-এর কারণে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ফার্মেসি পেশাজীবিগণ রিসোর্স পার্সন হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।

এক নজরে প্রশিক্ষণের বিভিন্ন দিক

  • ১২-দিনের সময়কাল
  • প্রতি ব্যাচে গড়ে ৩৫ জন অংশগ্রহণকারী
  • প্রতিদিন ১৮ থেকে ২০টি সমান্তরাল ব্যাচ
  • দৈনিক গড়ে ৬৫০ জন অংশগ্রহণকারী
  • ১৩৮ জন রিসোর্স পার্সন
  • ২০ জন প্রশিক্ষণ তদারককারী
  • ১ জন প্রশিক্ষণ সমন্বয়কারী

প্রশিক্ষণটি ছিল একটি জটিল কার্যক্রম। সে বিবেচনাতে সফলভাবে এটি সম্পন্ন করতে পারা একটি বিশাল অর্জন। বিএইচবি গর্বিত যে এই প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের কাছে ভালো গুড ফার্মেসি প্রাকটিস এবং কোভিড-১৯ বিষয়ে জ্ঞান ও দক্ষতা ছাড়াও যথেষ্ট আইসিটি দক্ষতা সঞ্চার করেছে। আইসিটি দক্ষতাগুলো ছিল স্মার্ট ফোন এবং আইসিটি ডিভাইস, ইন্টারনেট, জুম প্ল্যাটফর্ম, ইমেল, ই-লার্নিং প্ল্যাটফর্ম এবং অনলাইন ডাটাবেইসের ব্যবহার ইত্যাদিতে পারদর্শিতা অর্জন। প্রশিক্ষণ শেষে পরিচালিত একটি জরিপ অনুযায়ী অংশগ্রহণকারীদের ৯৮% সশরীরে উপস্থিত প্রশিক্ষণের চেয়ে অনলাইন প্রশিক্ষণকেই পছন্দ করেছে।