BHB Newsletter

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উদযাপনে বিএইচবি-র সহযোগিতা

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে র‌্যালী
সচেতনতামূলক স্টিকার

বেটার হেলথ ইন বাংলাদেশ বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২১ উদযাপনে বাংলাদেশ সরজকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরকে সহযোগিতা করেছে। ১৮ থেকে ২৪ নভেম্বর ২০২১ এই সপ্তাহ পালিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে গত ১৮ নভেম্বর ২০২১ সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন। ঔষধ প্রশাসন অধিদপ্তর, এমট্যাপস এবং বিএইচবি যৌথভাবে এই সপ্তাহটি আয়োজন করে। সপ্তাহের অন্যতম কর্মসূচি ছিল সেমিনার, আলোচনা সভা, র‌্যালী ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা অফিসসমূহের মাধ্যমে ৫০ হাজার এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা বিষয়ক স্টিকার বিতরণ। বিএইচবি এই স্টিকারগুলো প্রস্তুত ও সরবরাহ করেছে। সপ্তাহ চলাকালীন বিএইচবি নিজস্ব ফেসবুক পেইজে এবং চলমান গ্রেড-সি ফার্মাসিস্ট প্রশিক্ষণ কর্মসূচিতেও এ বিষয়ক প্রচারণা চালিয়েছে।

স্টিকারে নিম্নরূপ সচেতনতামূলক তথ্য ছিলঃ

  • প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করা আইনে নিষিদ্ধ।
  • এন্টিবায়োটিক বিক্রির জন্য একজন নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন প্রয়োজন হবে।
  • প্রেসক্রিপশনে বর্ণিত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ীই রোগীকে এন্টিবায়োটিক সেবন করতে হবে।
  • এন্টিবায়োটিক সেবনের ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত ডোজ সম্পন্ন করতে হবে। এমন কি রোগী ডোজ শেষ করার আগেই সুস্থ বোধ করলেও।