BHB Newsletter

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা প্রদান

এফসিডিও-র আর্থিক সহায়তায় বেটার হেলথ ইন বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অনেক ধরণের কারিগরি সহায়তা প্রদান করে থাকে। এসবের মধ্যে অন্যতম হলো মন্ত্রণালয়ের পরিকল্পনা অনু্বিভাগ ও বিভিন্ন লাইন ডাইরেক্টরকে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কাত কর্মসূচির আওতায় মানসম্পন্ন কারিগরি সহায়তা প্রদান করা। পরিকল্পনা অনুবিভাগের পিএমএমইউ (প্রোগ্রাম ম্যানেজমেন্ট ও মনিটরিং ইউনিট)-কে নিয়মিত সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি বেটার হেলথ ইন বাংলাদেশ Development of Competency Based Allied Health Workforce বিষয়ে কারিগরি সহায়তা প্রদান করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে। এ বিষয়ে পরামর্শক সেবা প্রদান করছে অর্ক ফাউন্ডেশন নামে একটি সংস্থা। গত ৬ জুন ২০২১ অনলাইনে এই কর্মসূচির সূচনা সভা (Inception Meeting) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন। সভায় অন্যান্যের মধ্যে এফসিডিও ও বেটার হেলথ ইন বাংলাদেশের প্রতিনিধি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও অর্ক ফাউন্ডেশনের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।