BHB Newsletter

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালনা কাজসমূহ ডিজিটাল পদ্ধতিতে সম্পাদনের উদ্যোগঃ অগ্রগতি

বিএইচবি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জন্য একটি সমন্বিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরি করে দেয়ার কাজে কারিগরি সহায়তা প্রদান করছে। কারিগরি সহায়তার প্রাথমিক মেয়াদ এক বছর। নির্মাণাধীন এমআইএসটি হবে সুবিস্তৃত। এতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন সকল সকল প্রতিষ্ঠানের কার্যক্রমসমূহ অনলাইনে এবং ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং তার সহকর্মীবৃন্দ নির্বাচিত আইটি ফার্মকে অগ্রাধিকারগুলো চিহ্নিত করে দিয়েছে যেগুলো আগে সম্পন্ন করতে হবে। প্রথম দু’টি অগ্রাধিকারমূলক কাজ হবেঃ “রিমোট লার্নিং – অনলাইন ক্লাস” এবং “ফরেন স্টুডেন্টস রেজিস্ট্রেশন”। আইটি ফার্মটি স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালকের চাহিদা ও সন্তুষ্টি অনুযায়ী ইতিমধ্যে যথেষ্ঠ অগ্রগতি সম্পন্ন করেছে।

উল্লেখ্য, বিএইচবি’র বিভিন্ন কার্যক্রম যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সহায়তায়তায় বাস্তবায়িত হয়।