BHB Newsletter

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজিটালাইজেশন কর্মসূচির হালনাগাদ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজিটালাইজেশন কর্মসূচির ক্রমান্নয়ন অব্যাহত রয়েছে। এই নিউজলেটারের পূববর্তি মার্চ-এপ্রিল ২০২২ ইস্যু প্রকাশের পর এ ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা নিচে তুলে ধরা হলোঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেন্ট্রাল স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম চালুর বিষয়ে অনুমোদন দিয়েছেঃ গত ৩০ জুন ২০২২ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণের সামনে সেন্ট্রাল স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ে একটি ডেমোস্ট্রেশন প্রদান করা হয়। উপস্থিত কর্মকর্তাগণ সিস্টেমটি দেখে চমৎকৃত হন বিশেষতঃ এর গতি এবং সহজ ব্যবহার পদ্ধতি দেখে। সভায় তাৎক্ষণিকভাবে সিস্টেমটি চালু করার জন্য তাগিদ দেয়া হয় এবং বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলকেও এই সিস্টেম ব্যবহার করতে বলা হয় যাতে একটি সাধারণ উৎস থেকে উপাত্তের সরবরাহ আসে এবং স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়। সেন্ট্রাল স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেমটিতে সরকারি-বেসরকারি সকল মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা রয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রদত্ত স্টুডেন্ট আইডি অনুযায়ী যে কোন শিক্ষার্থীকে ট্রাক করা যায় এবং সহজে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এই সিস্টেমটি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রতিষ্ঠা করবে বলে আশা করা হচ্ছে। সিস্টেমটির লিংকঃ https://students.dgme.gov.bd/

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেমঃ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর একটি নুতন হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেমও তৈরি করেছে। এটি সহজে অধিদপ্তরস্থ মানব সম্পদ ব্যবস্থাপনায় সহায়ক। এর মাধ্যমে যে কোন সময় অধিদপ্তরের অধীন সারাদেশের মানব সম্পদের হালনাগাদ অবস্থা জানা যায় এবং যে কোন কর্মকর্তা বা কমর্চারির বদলী, যোগদান ও চাকুরি সংক্রান্ত সকল তথ্য-উপাত্ত এক ক্লিকেই বের করা সম্ভব। সিস্টেমটির লিংকঃ http://hris.mohfw.gov.bd

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেমের একটি ছবি