BHB Newsletter

৮টি বিভাগীয় সিটি কর্পোরেশনে লাইসেন্সবিহীন ঔষধের দোকান চিহ্নিতকরণ

প্রশিক্ষণ চলছে

দেশের যে কোন স্থানে ঔষধের দোকান চালুর জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তবে দেশের আনাচে-কানাচে হাজারো খুচরা ঔষধের দোকান রয়েছে যেগুলোর কোন বৈধ লাইসেন্স নেই। পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারি না থাকায় ঔষধ প্রশাসন অধিদপ্তর এগুলোকে চিহ্নিত ও নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশে গুড ফার্মেসি প্রাকটিস সম্প্রসারণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সক্রিয় অংশী হিসেবে বেটার হেলথ ইন বাংলাদেশ গত ২১ নভেম্বর ২০২১ থেকে বাংলাদেশের ৮টি বিভাগীয় সিটি কর্পোরেশনে লাইসেন্সবিহীন ঔষধের দোকানগুলোকে চিহ্নিতকরণের কাজ শুরু করেছে। বিএইচবি এজন্য একজন সমন্বয়কারী, একজন মান নিশ্চিতকরণ তদারককারী এবং ১৬ জন তথ্য সংগ্রাহক নিয়োগ দিয়েছে। তথ্য সংগ্রাহকগণ একটি ইলেক্ট্রনিক টুল ব্যবহার করে টেবলেট বা স্মার্ট ফোনের মাধ্যমে ডাটা এন্ট্রি করবে। কাজ শুরুর আগে ১৮ সদস্যের এই টিমের সকলকে যথাযথ প্রশিক্ষণ প্রদার করা হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি প্রত্যেককেই প্রয়োজনী পরিচিতি ও কর্তৃত্ব সনদ দিয়েছে যা মাঠ পর্যায়ে কাজ করতে প্রভূত সহায়ক হবে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে ২৭ নভেম্বর ২০২১ এবং  ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ৬,৮৬২টি লাইসেন্সবিহীন ঔষধের দোকান চিহ্নিত করা সম্ভব হয়েছে। চিহ্নিত লাইসেন্সবিহীন ঔষধের দোকানগুলির বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।