বিএইচবি বাংলাদেশের ঔষধ বিপননকারীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য একটি ই-লার্নিং প্লাটফর্ম পরিচালনা করে। এই প্লাটফর্মটিকে আরও সমৃদ্ধ করে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত ও বিপনীগুলোতে কর্মরত সি গ্রেড ফার্মেসি টেকনিশিয়ানদের জন্য অব্যাহত পেশাগত শিক্ষার মাধ্যম হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা করছে বিএইচবি। ই-লার্নিং কোর্সগুলোর পাঠ্যক্রমে পঠন উপকরণ, হাতে-কলমে শেখার জন্য ভিডিও, প্রশ্ন, কুইজ এসব থাকবে। আশা করা যাচ্ছে যে, ই-লার্নিং প্লাটফর্মটির অভিভাবক হিসেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশও এই প্লাটফর্মে পাঠ্য সামগ্রি যুক্ত করবে।