বিএইচবি ২০২২ সালে একটি গবেষনা কাজ পরিচালনা করে। গবেষনার উদ্দেশ্য ছিল ‘মডেল ঔষধ বিপনী’ উদ্যোগের আওতায় যেসব ঔষধ বিপননকারীকে বিএইচবি প্রশিক্ষণ দিয়েছিল তারা সঠিকভাবে গুড ফার্মেসি প্রাকটিস অনুসরণ করছে কিনা। ঔষধ প্রশাসন অধিদপ্তর বিএইচবি-র কারিগরি সহায়তায় ‘মডেল ঔষধ বিপনী’ উদ্যোগটি পরিচালনা করে। এতে আর্থিক সহায়তা প্রদান করে থাকে ব্রিটিশ সরকারের সাহায্য সংস্থা এফসিডিও। গবেষনার প্রাথমিক ফলাফল অনুযায়ী ৫১.২% মডেল ঔষধ বিপনী (২৫২টির মধ্যে ১২৯টি) তাপ-সংবেদনশীল ঔষধ বিক্রি করে থাকে। এই ঔষধ বিপনীগুলোর প্রতিটিতে কার্যকর রেফ্রিজারেটর পাওয়া গেছে। প্রতিটি মডেল ঔষধ বিপনীই সঠিক তাপমাত্রায় (২-৮ ডিগ্রি সেলসিয়াস) তাপ-সংবেদনশীল ঔষধগুলো রেফ্রিজারেটরে সংরক্ষণ করেছে। ২০২৩ সালের জানুয়ারী মাসে গবেষনার চুড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।