ঔষধ খাতের জাতীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর বিভিন্ন ধরণের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করে থাকে। অধিদপ্তরের সদর দফতরে দু’টি বৃহদাকার মনিটরে দৈনিক কার্যক্রমসমূহের সংক্ষিপ্ত তালিকা অনলাইন ড্যাশবোর্ডে প্রদর্শন করা হয়। অধিদপ্তরের অনুরোধে বিএইচবি-র তথ্য প্রযুক্তি বিষয়ক সিনিয়র কারিগরি উপদেষ্টা সম্প্রতি ড্যাশবোর্ডটির উন্নয়ন ও হালনাগাদ করার কাজ করেন।
DGDA’s online dashboard, upgraded by BHB, to display its day-to-day regulatory activities
তিনি গত ১৭ এপ্রিল ২০২৩ আনুষ্ঠানিকভাবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের সন্মুখে তা উপস্থাপন করেন এবং সদর দফতর ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের এর ব্যবহার পদ্ধতি বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ দেন। ড্যাশবোর্ডটি ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভিন্ন ডাটাবেইজ থেকে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষন করে এবং ড্যাশবোর্ডে সংক্ষিপ্ত আকারে সেগুলো প্রদর্শন করে। ড্যাশবোর্ডটি এই লিংকে দেখা যাবেঃ http://202.84.39.78/displayboard/