৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত-এর অংশীজনদের একটি পরামর্শক কর্মশালা আয়োজনে সহায়তা দিয়েছে বিএইচবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ৬ জুন ২০২৪ তারিখে ঢাকার গুলশানস্থ আমারি হোটেলে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত-এর “গভর্নেন্স, স্টিউয়ার্ডশীপ এন্ড স্ট্রেথেনিং হেলথ সিস্টেম” এবং “ইমপ্রুভিং হেলথ সার্ভিসেস” কমপোনেন্ট দু’টির উপর অংশীজনদের নিয়ে একটি পরামর্শক কর্মশালা আয়োজন করেছিল। হেলথ সার্ভিসেস ডিভিশনের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মিজ নার্গিস খানম এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় উপরোক্ত বিষয়গুলোতে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত বাস্তবায়নকালীন কি কি অগ্রগতি সাধিত হয়েছে তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, অপারিশেনাল প্লান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্বাধীন মূল্যায়ন দলের ৮০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মশালাটি আয়োজনে আর্থিক সহায়তা দিয়েছে ব্রিটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলমেন্ট অফিস (এফসিডিও)। এ্রই সহায়তায় বেটার হেলথ ইন বাংলাদেশ প্রকল্প কারিগরি সহায়তা প্রদান করেছে।