বিএইচবি প্রকল্পের সমাপ্তি – অংশী প্রতিষ্ঠান, অংশীজন, দাতা, প্রান্তিক ব্যবহারকারি এবং সুবিধাভোগী জনগোষ্ঠি সকলকে বিদায়ী শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ সংস্থাটির একটি প্রকল্প বেটার হেলথ ইন বাংলাদেশ। প্রকল্পটি ২০১৮ সাল থেকে বাংলাদেশে কর্মরত। প্রকল্পটি শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে। প্রকল্পের অর্থায়ন করেছে ইউনাইটেড কিংডম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদান করা এবং বাংলাদেশের খুঁচরা পর্যায়ে ঔষধ বিপননের মানোন্নয়ন। দ্বিতীয় ক্ষেত্রে বিএইচবি ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে কাজ করে ঔষধ বিপনীগুলো পরিচালনার জন্য একটি আদর্শ মান নির্ধারণ করেছে এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরকে অ্যাক্রেডিটেশন কর্মসূচির আওতায় মডেল মেডিসিন শপ ও মডেল ফার্মেসি স্থাপনে সহায়তা করেছে। গুড ফার্মেসি প্রাকটিস, এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং কোভিডের অনুরূপ বৈশ্বিক মহামারি রোধে প্রচারণা চালিয়েছে বিএইচবি। প্রকল্পটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলপত্র; স্বাস্থ্য পরিস্থিতির অবস্থা বিশ্লেষন ও কারিগরি রিপোর্ট; একশন প্লান এবং প্রকল্প প্রস্তাব প্রনয়ন; এবং গুরুত্বপূর্ণ সভা-সেমিনার আয়োজন ইত্যাদিতে সহায়তা প্রদান করেছে।

আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ প্রকল্পটি সমাপ্তিকে সামনে রেখে আমরা অংশী প্রতিষ্ঠানগুলোকে ট্রানজিশন পরিকল্পনা প্রদান করেছি। আমরা বিশ্বাস করি প্রকল্পের পর অংশী প্রতিষ্ঠানগুলো সঠিকভাবেই বিভিন্ন কর্মসূচি এবং সফটওয়্যার চালিয়ে নিতে সক্ষম হবে। এই ক্রান্তিলগ্নে আমাদের কাজ করার সুযোগ প্রদানের জন্য এবং আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আমরা অংশী প্রতিষ্ঠান, অংশীজন, দাতা, প্রান্তিক ব্যবহারকারি এবং সুবিধাভোগী সকলকেই আন্তরিক বিদায়ী শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই।