ঔষধ প্রশাসন অধিদপ্তরে বিএইচবি একজন তথ্য প্রযুক্তি কর্মী নিয়োজিত করেছিল। তিনি অধিদপ্তরের ওয়েব সাইটে আধেয় আপলোড করা, প্রান্তিক তথ্য প্রযুক্তি ব্যবহারকারিগণকে সহায়তা প্রদান; সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমস্যা সমাধান; তথ্য প্রযুক্তি নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও এর নিরাপত্তা নিশ্চিতকরণ; তথ্য ও উপাত্তের ব্যাকআপ গ্রহণ; মুছে যাওয়া দরকারি উপাত্ত উদ্ধারকরণ; প্রান্তিক ব্যবহারকারিদের সহযোগিতা প্রদান; এবং অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়্যাল সিস্টেম এবং ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার সংক্রান্ত কারিগরি সহায়তা প্রদান করতেন।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে বিএইচবি-র কর্মসূচি শেষ হচ্ছে। এজন্য বিএইচবি আগে থেকেই ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মচারিকে প্রশিক্ষণ প্রদান করে প্রস্তুত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথেও প্রশিক্ষণ এবং আলোচনার মাধ্যমে তথ্য প্রযুক্তি কার্যক্রম সঠিকভাবে পরিচালনার বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।