BHB Newsletter

আট সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত অনিবন্ধিত খুচরা ঔষধের বিপনীগুলোকে চিহ্নিতকরণ

বাংলাদেশে একটি খুচরা ঔষধের বিপনী খোলা এবং চালানোর জন্য বৈধ প্রক্রিয়া হলো আবশ্যিকভাবে ঔষধ প্রশাসনের নিকট থেকে লাইসেন্স সংগ্রহ করা। কিন্তু, বাস্তবে হাজার হাজার খুচরা ঔষধ বিপনী বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা করে যাচ্ছে। মাঠ পরিস্থিতি সম্পর্কে প্রকৃত চিত্র জানতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধের প্রেক্ষিতে বিএইচবি কর্তৃক নিয়োজিত ১৮ জন্য কর্মী ৮টি সিটি কর্পোরেশনে অনিবন্ধিত খুচরা ঔষধ বিপনীগুলোকে চিহ্নিতকরণের কাজ করে। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারী পর্যন্ত কাজটি চলে। মোট ৩১,২৫২টি খুচরা ঔষধ বিপনী পরিদর্শন করা হয়। সেগুলোর মধ্যে ১৩,৪৯৫টি (৪৩,২%) অনিবন্ধিত পাওয়া যায়।

বিভাগওয়ারী সেগুলোর বন্টন নিম্নরূপ

সিটি কর্পোরেশন পরিদর্শিত খুচরা ঔষধ বিপনী অনিবন্ধিত ঔষধ বিপনী %
চট্টগ্রাম ৪,৬৫৭ ২,২৭৬ ৪৮.৮
সিলেট ১,৩৮৮ ২৩০ ১৬.৬
ময়মনসিংহ ১,১৪৯ ৪১০ ৩৫.৭
খুলনা ১,৭৮৬ ৭৩৩ ৪১.০
রাজশাহী ১,২১০ ৭৯৪ ৬৫.৬
ঢাকা ১৮,৭৭৪ ৭,৯৪৯ ৪২.৩
বরিশাল ৮৯৪ ৩৬২ ৪০.৫
রংপুর ১,৩৯৪ ৭৪১ ৫৩.২
মোট ৩১,২৫২ ১৩,৪৯৫ ৪৩.২

 

১৩,৪৯৫টি অনিবন্ধিত খুচরা ঔষধ বিপনীর মধ্যে-

  • ৯৫% বিপনীর মালিক পূরুষ।
  • ৮৯% বিপনীতে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণসম্পন্ন ডিসপেন্সার নেই।
  • ১০.৯% বিপনীতে একজন গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ান (১০.৬%) বা গ্রেড বি (০.২%) বা গ্রেড এ (০.১%) ফার্মাসিস্ট রয়েছে।
  • ৭০% বিপনীতে ইন্টারনেট সংযোগ এবং স্মার্ট ফোন, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ বা টেবলেট পিসি (অন্ততঃ যে কোন একটি) রয়েছে।
  • ৩৬.৪% বিপনীতে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ফ্লোর স্পেস রয়েছে (১২০ বর্গফুট বা তার বেশী)।

বিএইচবি অনিবন্ধিত খুচরা ঔষধ বিপনীগুলোর একটি তালিকা ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেবে।

উল্লেখ্য, বিএইচবি’র বিভিন্ন কার্যক্রম যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সহায়তায়তায় বাস্তবায়িত হয়।