BHB Newsletter

ই-লার্নিং কোর্সের অংশগ্রহণকারীদের সাথে বিএইচবি-র মত-বিনিময়

বিএইচবি পরিচালিত ই-লার্নিং প্লাটফর্মটিতে গুড ফার্মেসী প্রাকটিস, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এস্টাব্লিশমেন্ট অফ মডেল ফার্মেসী এন্ড মডেল মেডিসিন শপ ইত্যাদি বিষয়ে কোর্সওয়ার্ক রয়েছে। বিএইচবি অব্যাহতভাবে এই প্লাটফর্মটিতে নুতন কোর্স সংযোজন ও বিদ্যমান কোর্সগুলোর উন্নয়ন করে থাকে। গত সেপ্টেম্বর ২০২৩-এ ই-লার্নিং প্লাটফর্মটির অংশগ্রহণকারীদের সঙ্গে অনলাইনে দু’টি মত-বিনিময় সভার আয়োজন করেছিল বিএইচবি। মোট ৩৫ জন অংশ নেন। তারা ছিলেন যথাক্রমে ঢাকা, মুন্সীগঞ্জ, গাইবান্ধা, রাজশাহী, নাটোর, বরিশাল, খুলনা ও ঝিনাইদহ জেলার। দ্বিতীয় মত-বিনিময় সভাটিতে দু’জন নারী ফার্মেসী পেশাজীবিও ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে এই পেশায় নারীদের অংশগ্রহণ যৎসামান্য। দু’টি সভায় অংশগ্রহণকারীগণ নিম্নরূপ মতামত প্রকাশ করেনঃ

  • ই-লার্নিং প্লাটফর্মটির কোর্সগুলি তথ্যসমৃদ্ধ এবং আকর্ষনীয়
  • কোর্সের বিষয়বস্তুসমূহ বিদ্যমান জ্ঞানকে হালনাগাদ করতে প্রভূত সহায়ক
  • স্মার্ট ফোন বা অন্য যে কোন ডিভাইস ব্যবহার করে কোর্সগুলি সহজেই ব্যবহার করা যায়
  • প্রতিটি লেসনের শেষে কুইজগুলি না দিয়ে তা সংশ্লিষ্ট কোর্সের শেষে সন্নিবেশ করলে অধিকতর কাজে লাগবে
  • কোর্স সম্পন্ন করার পর স্বয়ংক্রিয়ভাবে কোর্স সম্পন্ন করার সনদ ডাউনলোড করতে বেশ সময় লাগে
  • ই-লার্নিং প্লাটফর্মটিতে নিবন্ধন করার জন্য নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এভাবে নাম অন্তর্ভূক্ত করতে হয়। বাংলাদেশে প্রথাগতভাবে সম্পূর্ণ নাম একত্রে ব্যবহার করা হয়। কাজেই নিবন্ধনের জন্য সম্পূর্ণ নামই চাওয়া উচিত
  • কোর্স সম্পন্ন করার পরিবর্তে প্রতিটি লেসনের শেষে লেসন সম্পন্ন করার সনদ ডাউনলোড করার সুযোগ সন্নিবেশ করা যেতে পারে।
  • ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য সহজ পদ্ধতি যুক্ত করা উচিত

বিএইচবি এই মতামতগুলিকে যথাযথ গুরুত্ব দিয়ে সমাধান করা চেষ্টা করছে যাতে ব্যবহারীকারীদের চাহিদা পূরণ করা যায়।