BHB Newsletter

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থেকে সময়মত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান পাচ্ছে

বিএইচবি যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আর্থিক সহায়তায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জন্য একটি তথ্য প্রযুক্তি-ভিত্তিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরি করে দিয়েছে। একটিভিশন লিঃ নামের একটি তথ্য প্রযুক্তি কনসাল্টিং ফার্ম ২০২১ সালের ডিসেম্বর থেকে এটি বিনির্মাণে কাজ করছে। ফার্মটি ইতোমধ্যে সবগুলো প্রয়োজনীয় মড্যুল তৈরির কাজ শেষ করেছে। এর মধ্যে বিদেশী শিক্ষার্থী ভর্তির আবেদন জমা দান ও প্রক্রিয়াকরণ, শিক্ষার্থী তথ্য পোর্টাল ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট তৈরির কাজও অন্তর্ভূক্ত। বর্তমানে রুটিন সংরক্ষণ কাজের পাশাপাশি ফাইন-টিউনিং এবং চাহিদা-ভিত্তিক নুতন সুবিধা সংযোজনের কাজগুলো চলছে। এমআইএস-টির ড্যাশবোর্ডের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং নীতি-নির্ধারকগণ দেশের চিকিৎসা শিক্ষা সংক্রান্ত যে কোন তথ্য ও পরিসংখ্যান এখন নিমিশেই পেয়ে যাচ্ছেন। বর্তমানে ১৩৪টি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত সন্নিবেশিত রয়েছে। এর মধ্যে ৫৬টি সরকারি এবং ৭৮টি বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। ২০,০০০ মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীর প্রোফাইল রয়েছে। এদের ১৬.৬% বিদেশী শিক্ষার্থী। প্রধানতঃ ভারত, ভুটান, পাকিস্তানের। ৪১.৫% শিক্ষার্থী সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে অধ্যয়ন করছে। সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মাত্র ১.৬% বিদেশী। অপরপক্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর মোট ১১,৯৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৮.১% বিদেশী। সকল মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীর মধ্যে ৯০% ভাগই এমবিবিএস বিষয়ে অধ্যয়নরত। বাকীরা ডেন্টাল বিষয় স্নাতক কোর্সে অধ্যয়নরত। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২২ থেকেই এই এমআইএস-টির মাধ্যমে দেশের সরকারি ও বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিদেশী শিক্ষার্থী ভর্তির সকল কাজ পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে অনলাইনে আবেদনপত্র জমা নেয়া, শিক্ষার্থী মূল্যায়ন, শিক্ষার্থী নির্বাচন এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ। ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে ৩,৮৯০ এবং ৩,৫৩২ জন বিদেশী শিক্ষার্থীর আবেদন প্রক্রিয়াকরণ করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর ২০২৩, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিএইচবি টিম এবং একটিভিশন লিঃ-কে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এবং তাদের কাছে অধিদপ্তরের সন্তুষ্টির কথা জানান। তিনি এমআইএস-টির অধিকতর উন্নয়নের জন্য সহযোগিতার সময়সীমা বৃদ্ধির বিষয়েও অনুরোধ জানান।