BHB Newsletter

উল্লম্ফন ঘটেছে বিএইচবি-র ই-লার্নিং প্লাটফর্মে কোর্স সম্পন্ন করার সংখ্যায়

২০২৪ সালের প্রথম ৪ মাসে বিএইট-ির ই-লার্নিং প্লাটফর্মে কোর্স সম্পন্ন করার সংখ্যায় উল্লম্ফন ঘটেছে। বিএইচবি-র নিজস্ব কর্মীদের দ্বারা তৈরি এবং ২০২১ সালের নভেম্বর মাসে চালু করা ই-লার্নিং প্লাটফর্মটিতে ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত ২,৩৬৩ জন অংশগ্রহণকারী ২৪,৭২৯টি কোর্স সম্পন্ন করেছে। গড়ে প্রতিজন ১০.৫টি করে। ২০২৪ সালের জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত ১,৭৩৭ অংশগ্রহণকারি ২১,৯২৭টি (মোট কোর্স সম্পন্নকারীর ৮৯%; জনপ্রতি ১২.৬টি) কোর্স সম্পন্ন করেছে। পূর্ববর্তি বছরগুলোর তুলনায় এটি একটি উল্লম্ফন। কোর্স সম্পন্ন করার সংখ্যা ছিল ২০২১ সালের শেষ তিন মাসে ৮৮, ২০২২ সালে ৩৪১, এবং ২০২৩ সালে ২,৩৭৩। বিএইচবি পরীক্ষামূলক ই-লার্নিং প্লাটফর্মটি চালু করেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে ঔষধ বিপনন কাজে নিয়োজিত ফার্মেসি পেশাজীবিদের জন্য অব্যাহত পেশাগত জ্ঞানার্জনের জন্য একটি সহজ ও বিনামূল্যে ব্যবহারযোগ্য অনলাইন প্লাটফর্ম তৈরি করে দেয়া। ই-লার্নি প্লাটফর্মটিতে ৩৩টি কোর্স রয়েছে। প্রতিটি কোর্সে প্রশ্ন এবং কুইজ রয়েছে। স্বয়ংক্রিয়ভাবে গ্রেডিং প্রদান করা হয়। সফলভাবে কোর্স সম্পন্নকারি অনলাইনেই সনদ পান। প্রথম বছরগুলোতে ধীর গতিতে আগ্রহী অংশগ্রহণ যুক্ত হচ্ছিল। সেজন্য বিএইচবি সম্প্রতি পরিচালিত গুড ফার্মেসি প্রাকটিস প্রশিক্ষণ কোর্সটিতে ই-লার্নিং প্লাটফর্মটির উপর প্রচার চালায়।

গর্বিত কোর্স সম্পন্নকারিগণ তাদের কোর্স সম্পাদন সনদের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন

এর ফলেই নিবন্ধন ও কোর্স সম্পন্নকারির সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পায়। ফার্মেসি পেশাজীবিগণ ই-লার্নিং প্লাটফর্মটিকে পেশাগত জ্ঞানার্জনের জন্য একটি সুবিধাজনক, সহজ, নমনীয় মাধ্যম হিসেবে গণ্য করছেন। কেননা এতে নিজের সময়ের উপযোগী করে, যে কোন সময়, যে কোন স্থানে এবং কম্পিউটার বা স্মার্ট ফোন ব্যবহার করে কোর্সে অংশগ্রহণ করা যায়।