BHB Newsletter

এফসিডিও টিম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে বেটার হেলথ ইন বাংলাদেশের কার্যক্রম পরিদর্শন করেছে

গত ১৫ জানুয়ারী ২০২৩ তারিখে এফসিডিও-র একটি প্রতিনিধি দল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিদর্শন করে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ টিটু মিয়া ও উর্ধতন কর্মকর্তাগণের সাথে মত বিনিময় করেন। প্রতিনিধি দলে ছিলেন এফসিডিও-র হেলথ এডভাইজার যথাক্রমে ডাঃ রশিদ জামান ও ডাঃ শফিকুল ইসলাম। বেটার হেলথ ইন বাংলাদেশের কান্ট্রি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ তাদের সাথে ছিলেন। বেটার হেলথ ইন বাংলাদেশ এফসিডিও-র সহায়তায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে কারিগরি সহযোগিতা প্রদান করছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এই সফটওয়্যার নির্মাণের অগ্রগতি এবং এর মাধ্যমে কি সুবিধা হয়েছে তা দেখানোর জন্য একটি উপস্থাপনা প্রদান করে। মহাপরিচালক সিস্টেমটির উপকারিতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, সিস্টেমটির অব্যাহত উন্নয়নের জন্য এফসিডিও ও বেটার হেলথ ইন বাংলাদেশের সহায়তা বজায় থাকবে।