BHB Newsletter

ঔষধ বিপননকারিগণ বেটার হেলথ ইন বাংলাদেশের ই-লার্নিং প্লাটফর্ম ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠছে

বেটার হেলথ ইন বাংলাদেশ তার বিদ্যমান ই-লার্নিং প্লাটফর্মটির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে ঔষধ বিপননকারিগণের আগ্রহ বৃদ্ধি করতে সম্প্রতি দু’টি নুতন অনলাইন কোর্স সংযোজন করেছে। কোর্স দু’টি হলোঃ Basic Principles of Medicine Management ও Good Dispensing Practice (GDP)। কোর্স দু’টি চালুর প্রথম মাসের মধ্যেই ৮৪ জন ঔষধ বিপননকারি প্রথম কোর্সটি এবং ২৫ জন ঔষধ বিপননকারি দ্বিতীয় কোর্সটি সম্পন্ন করেছে। উল্লেখ্য, দ্বিতীয় কোর্সটি প্রথম কোর্সটি চালুর বেশ কয়েক দিন পরে চালু করা হয়। উভয় কোর্সের নিবন্ধন এবং কোর্স গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। ই-লার্নিং প্লাটফর্মটির সব কোর্সেই টেক্সট, ইমেজ, ভিডিও, কুইজ ইত্যাদির সন্নিবেশ থাকে। যারা সফলভাবে কোর্স সম্পন্ন করতে পারেন তারা সনদ লাভ করেন। বেটার ইন বাংলাদেশ Standards for the Establishment and Operations of Model Medicine Shops বিষয়ে আরও একটি নুতন কোর্স তৈরির কাজ শুরু করেছে। এই ই-লার্নিং কোর্সগুলোর বিষয়ে বেটার হেলথ ইন বাংলাদেশের ফেসবুক পেজের মাধ্যমে প্রচার চালানো হয়।