BHB Newsletter

এফসিডিও-র উন্নয়ন পরিচালক বরিশালে বিএইচবি-র কর্মসূচি পরিদর্শন করেছেন

এফসিডিও-র উন্নয়ন পরিচালক ম্যাট ক্যানেলের নেতৃত্বে সংস্থাটির একটি দল গত ২৬ সেপ্টেম্বর ২০২২ বরিশাল নগরীতে বিএইচবি-র কর্মসূচি পরিদর্শন করেন। দলে ম্যাট ক্যানেলের সাথে এফসিডিও-র স্বাস্থ্য উপদেষ্টা ডাঃ রশিদ জামান ও ডাঃ শফিকুল ইসলাম ছাড়াও আরও দু’জন সদস্য ছিলেন। বিএইচবি-র প্রধান কারিগরি উপদেষ্টা ডাঃ ইফতেখার হাসান খান, দু’জন কারিগরি উপদেষ্টা যথাক্রমে মোঃ মমিনুর রহমান ও সৈয়দ রাজিব রহমানও প্রতিনিধি দলে যোগ দেন। তারা বরিশালে দু’টি মডেল মেডিসিন শপ পরিদর্শন করেন। শপ দু’টি তারা প্রত্যক্ষ করেন কিভাবে বিএইচবি-র প্রশিক্ষণ পেয়ে ঔষধ বিপনন কর্মীগণ গুড ফার্মেসি প্রাকটিস প্রতিপালন করছেন. কিভাবে অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এ্যন্ড রিনিউয়াল সিস্টেমটি তাদের উপকারে লাগছে। সেখানে কয়েকজন সংবাদ কর্মী  উপস্থিত হন। তারা ম্যাট ক্যানেলের কাছে জানতে চান তার প্রতিক্রিয়ার কথা। তিনি তার সন্তুষ্টির কথা জানান এবং বলেন যে ব্রিটিশ সরকার যে উদ্দেশ্যে এ সহায়তা প্রদান করছে তার সঠিক বাস্তবায়ন দেখে তিনি খুশী হয়েছেন। মডেল ফার্মেসি পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি ঔষধ প্রশাসন অধিদপ্তরের বরিশাল জেলা অফিস পরিদর্শন করেন। সেখানে জেলা তত্ত্বাবধায়ক অদিতি শর্মা একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদান করেন। উপস্থাপনায় তিনি কিভাবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা কার্যালয় কাজ করে এবং বিএইচবি-র কারিগরি সহায়তার মাধ্যমে কিভাবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়ন্ত্রণমূলক দায়িত্ব পালন শক্তিশালী হচ্ছে তা তুলে ধরেন।