BHB Newsletter

ঔষধ প্রশাসন অধিদপ্তরের স্বয়ংক্রিয় ড্রাগ লাইসেন্স ও লাইসেন্স নবায়ন সিস্টেম উদ্বোধন

সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের খুঁচরা ঔষধ বিপনীগুলোকে লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে সঠিক ধারায় নিয়ে আসতে চায় যেন প্রতিটি বিপনীর লাইসেন্সের হালনাগাদ অবস্থা সার্বক্ষণিক অনলাইনেই জানা যায় এবং সাথে সাথে ঔষধ বিপনীগুলোর জন্য নুতন লাইসেন্স ও লাইসেন্স নবায়নের আবেদন করা, প্রক্রিয়াকরণ এবং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়াটি সহজ হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধের প্রেক্ষিতে বিএইচবি একটি সফটওয়্যার ফার্মকে এটি তৈরির কাজ দেয়। সিস্টেমটি তৈরি হওয়ার পর কয়েকমাস যাবত ঢাকার মীরপুর ও গুলশান এলাকার খুঁচরা ঔষধের বিপনীগুলো মধ্যে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। সফলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে গত ১৮ নভেম্বর ২০২১ স্বয়ংক্রিয় ড্রাগ লাইসেন্স ও লাইসেন্স নবায়ন সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই সিস্টেমটি তখন থেকেই খুঁচরা ঔষধ বিপনীগুলোর নুতন লাইসেন্স ও লাইসেন্স নবায়নের আবেদন গ্রহণের জন্য উন্মুক্ত রয়েছে। উল্লেখ্য যে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের পরামর্শ অনুযায়ী বিএইচবি সারাদেশে কর্মরত ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঔষধ তত্ত্বাবধায়কগণকে সিস্টেমটি কিভাবে ব্যবহার করতে হবে তার উপর প্রশিক্ষণ প্রদান করেছে। এই কর্মকর্তাগণ অনলাইনে প্রাপ্ত আবেদনগুলি বিবেচনা করে প্রযোজনীয় সুপারিশ প্রদান করেন। অতঃপর ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক অনলাইনেই আবেদনগুলি অনুমোদর করলে নুতন বা নবায়নকৃত লাইসেন্স ইস্যু হয়ে যায় যা আবেদনকারীগণ স্ব স্ব অবস্থান থেকেই ডাউনলোড করতে পারেন।